ট্রাভেলিং:—জরুরী প্রয়োজনে গাজীপুরে আসা!!
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
গত কালকের দিনটা ছিল প্রচুর ব্যস্তময়। কেননা আশুলিয়া থেকে বাইপেল যেতে হয়েছিল একদম ভোরবেলায়। তার কারণ হলো কোম্পানির অফিসিয়াল কাজে আরেকটি সেক্টরে কিছু বিষয় তদারকি করার জন্য গিয়েছিলাম। গাজীপুরে পৌঁছাতে হয়েছিল সকাল আটটার দিকে। তাহলে বুঝতেই পারছেন আমাকে আশুলিয়া থেকে কয়টায় বের হতে হবে। সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয়েছিল। ফ্রেশ হয়ে বের হতে এবং গাড়িতে উঠতে প্রায় ছয়টা বেজে গিয়েছিল।
প্রায় দুই ঘন্টা জার্নি করার পর পৌঁছেছিলাম গাজীপুরে। অফিসের শাখাটি ছিলো গাজীপুর চৌরাস্তা থেকে পূর্ব দিকে।এর আগেও অবশ্য কয়েকবার গিয়েছিলাম।গাজীপুরের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর উত্তর দিকে ছিলো আমার সেই গন্তব্য।আর কি বলবো ঢাকা শহরের রাস্তা মানেই হলো যানজট।সকাল সকাল বের হওয়ার জন্যে তেমন একটা জ্যাম এ পড়তে হয়নি অবশ্য।তবে রপ্তানি এবং সফিপুরের ঐ জায়গায় মোটামুটি জ্যাম এ আটকে থাকতে হয়েছিলো।
যাইহোক গাজীপুর চৌরাস্তায় পৌছানোর পর গন্তব্যের দিকে যেতে লাগলাম।মাঝখানে হোটেল এ ঢুকে একটু হালকা করে নাস্তা করে নিয়েছিলাম কারণ অফিস থেকে আবার নাস্তা দিবে,সে কারণেই।তারপর কাজ শুরু করলাম।সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলো। লাঞ্চ করে নিয়ে বাকি কাজ টুকু শেষ করে পাঁচটার আগেই অফিস থেকে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে।
এরই মাঝে মোটামুটি ক্লান্ত লাগছিলো।তারপর ও দেরি না করে বেরিয়ে পড়লাম। অফিস থেকে চৌরাস্তা খানিকটা দূরে তাও হেঁটে হেঁটেই আসলাম।চৌরাস্তায় পৌছে তাড়াতাড়ি গাড়ি দেখে আশুলিয়ার উদ্দেশ্যে রওনা হলাম।এত তাড়া করার মূল কারণ হচ্ছে দেরি করলেই আবার রপ্তানিতে কঠিন জ্যাম এ পড়তে হবে।সাথে বাইপাইল তো আছেই।বাসা পৌছাতে প্রায় পৌনে সাত টা বেজে গিয়েছিলো।যাইহোক বন্ধুরা আজকের মতো এপর্যন্তই।আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1950581973006925848?t=_EQ7Fn8ylWu7gsteQhLhVw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1950348708085743724?t=JGpSEbSptinfUM_kJw1xoA&s=19