ভ্রমণ :- রাজ বাড়িতে ঘুরতে যাওয়ার মুহূর্ত। (দ্বিতীয় পর্ব)

in আমার বাংলা ব্লগ5 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।

IMG_20250402_164621.jpg

কিছুদিন আগে আমি আপনাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করলাম। আজকের দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শেয়ার করব। তারপর আমরা সবাই একত্রিত হয়ে রাজবাড়ীর ভিতরের দিকে গেলাম। আর প্রতিটি ঘর পুরনো হয়ে গেল। এবং দেয়ালের মধ্যে মাঝে মাঝে কিছু গাছ উঠলো। আবার দেখি ছাদের উপর ও গাছ উঠলো। আর ঈদের কারণে ভিতরে বাড়ির দিক ও মানুষ আছে। তবে রাজবাড়ীর ভিতরের অংশ খুব অন্ধকার। বিশেষ করে একলা গেলে যে কোন লোকের কাছে ভয় লাগবে। আর আমরা ভিতরে গিয়ে কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। আর ভিতরের চারপাশে বড় বড় ঘর ছিল। আর প্রতিটি ঘরের দরজা জানালা কিছু নেই। আর এই কারণে যারা ঘুরতে গেল তারা ভিতরে গিয়ে দেখতে পারলো।

তবে আমি আমার হাজবেন্ডের সাথে বাড়ির পেছনের দিকেও গেলাম। তবে পিছনে অনেক জায়গা আছে। আর জায়গাগুলোর মধ্যে বোন জঙ্গল হয়ে গেল। আর এইসব জায়গা এমনিতে দেখলে ভয় লাগে। ওইখানে আমি আমার হাজবেন্ডের সাথে কিছুক্ষণ সময় ঘুরলাম। তারপর আমার হাজব্যান্ড বলতে লাগল ঘরের দিকে যাবে এবং রাজবাড়ীর ঘরের ছাদের এর উপরে উঠবে। এরপর আমি আমার হাজবেন্ডের সাথে ঘরের ভিতরের দিকে গেলাম। আর প্রতিটি রুম খুব অন্ধকার বিকেল বেলার কারণে। এবং মনে হয় আমার হাজব্যান্ড ভয় পেলেন না। সেই এদিক ওদিক ঘুরতে লাগলো। এবং রুমগুলোর মধ্যে অনেক ময়লা জমে রইলো।

IMG_20250402_174231.jpg

IMG_20250402_164651.jpg

কারণ এসব জায়গা দেখার মত মানুষ নেই। হয়তোবা সামনে একটু পরিষ্কার করে রাখে। এরপর আমরা গেলাম বাসার ছাদের উপরে। আর বাসার ছাদের উপরে গিয়ে দেখি আরো কিছু মানুষ ওইখানে দাঁড়িয়ে রইলো। আর বাসার ছাদের উপর থেকে বাড়ির চারপাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং আমাদের সাথে যারা বাসার সামনে আসলো তাদেরকে আরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আর চার পাশে কিন্তু বাড়ির অনেক বড় বড় গাছ আছে। আর এই গাছগুলোর কারণে চার পাশে প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার লাগলো। ওই সময় আমার মেয়ে নিচে নেমে একটু খেলাধুলা করতে চাইলে ছাদের উপর থেকে। তবে আমার হাজব্যান্ড তাকে কোলে রাখলেন।

তারপর আমরা ওই বাসার ছাদের উপর থেকে নেমে দ্বিতীয় বিল্ডিংয়ের দিকে গেলাম। কারণ যখন আসলাম তখন চারপাশ একটু ভালো করে দেখে নিই। আর আমি আমার হাজবেন্ডের সাথে ছিলাম এবং সেই যে দিকে যাচ্ছে তার সাথে সাথে আমিও গেলাম। এরপর আমি দ্বিতীয় বিল্ডিংও গিয়ে বাড়ির এক্সাইড সৌন্দর্য উপভোগ করলাম। কারণ রাজবাড়ী অনেক বিশাল জায়গার মধ্যে করেছেন। যদিও বাড়ির চারপাশে তারকাটা আছে। আর বাসার ছাদের উপর উঠলে চারপাশ সুন্দরভাবে দেখা যায়। এরপর আমরা ওই বিল্ডিং থেকে নেমে অন্য একটি বিল্ডিং এ গেলাম। তবে কিছু কিছু বিল্ডিং এর জায়গাগুলো নষ্ট হয়ে গেল। আর এসব জায়গাতে উঠতে লাগলো অনেক সময় ভয় লাগে।

IMG_20250402_164637.jpg

IMG_20250402_164630.jpg

এরপর আমরা অন্য বিল্ডিং এ গিয়ে সৌন্দর্য উপভোগ করলাম। তবে তিন বেলিং এর মধ্যে গিয়ে আমি কিন্তু হাঁপিয়ে গেলাম। এরপর আমরা নিচে নেমে খালি জায়গার মধ্যে কিছুক্ষণ বসলাম। কারণ একটু রেস্ট নিলাম। যদিও আমার মেয়ে দুষ্টামি করার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। বারবার তার বাবার চোখে চশমা খুলে নিচ্ছে। একবার নিজে লাগাচ্ছে আর একবার তার বাবাকে লাগিয়ে দিচ্ছে। আর ছোট বাচ্চারা দুষ্টামি করলে এমনিতে ভালো লাগে। এরপর আমরা সবাই মিলে চিন্তা করলাম বাড়ির পিছনের দিকে ঘুরতে যাব। এই কারণে সবাই আসার জন্য আমরা ওইখানে অপেক্ষা করলাম। আর আমরা যাওয়ার সময় কিছু খাওয়া দাওয়া এবং পানি নিয়ে গেলাম। আর আমি ওইখানে বসে কিছু পানি খেলাম। আশা করি আমার আজকের পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250402_164629.jpg

IMG_20250402_164547.jpg

IMG_20250402_164524.jpg

IMG_20250402_164517.jpg

IMG_20250402_164246.jpg

IMG_20250402_164236.jpg

IMG_20250402_174420.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Posted using SteemPro