প্যারাসেলিং করার মজার গল্প

in #travle2 years ago

আকাশে উড়তে গিয়ে, প্রথমবারের মতো আমি কিছুটা ভীত হতে থাকতে পারলাম না। প্রথম কিছু সেকেন্ডের মধ্যেই সব ভীতি ভুলিয়ে গেলো, আর আমাদের চোখে পড়লো অদৃশ্য জগৎের সৌন্দর্য।

IMG_5665.jpeg

আকাশের উচ্চতা থেকে দৃশ্যটি অবাক করে রেখেছিল, মেঘের মধ্যে উড়তে হলো, সমুদ্র এক দিকে, বন আর পাহাড় অন্য দিকে। সেই মুহূর্তে মন ভরা উৎসাহে, আকাশের রাজা হতে পারার অমূল্য অনুভূতি অনুভব করতে পারলাম।

সবশেষে, সাক্ষরিকভাবে ভীতি পাওয়ার পর, আমি ভাবতে পারলাম - এই অভিজ্ঞানের মাধ্যমে আমার সার্জিক্যাল বৃদ্ধি হয়েছে!