নিজের ওপর বিশ্বাসই সাফল্যের শুরু
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২২ ই অক্টোবর ২০২৫ ইং
জীবনের প্রতিটি মানুষই সাফল্য চায়। কেউ ভালো ছাত্র হতে চায়, কেউ সফল ব্যবসায়ী, কেউবা সমাজে নিজের নাম রেখে যেতে চায়। কিন্তু সবাই সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। কারণ লক্ষ্য অর্জনের পথে সবচেয়ে বড় বাধা বাইরের নয় ভেতরের। আমরা অনেক সময় নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করি, মনে করি আমি পারব না।অথচ সাফল্যের প্রথম ধাপই হচ্ছে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখা।যে মানুষ নিজের ওপর বিশ্বাস হারায়, সে জীবনের প্রতিটি সিদ্ধান্তেই দুর্বল হয়ে পড়ে।
অথচ আত্মবিশ্বাস এমন এক শক্তি যা অদৃশ্য হলেও আমাদের ভিতরের সাহসকে জাগিয়ে তোলে। ধরো, তুমি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো। যদি মনে মনে ভাবো আমি পারব না তাহলে পড়াশোনার আগ্রহটাই কমে যাবে। কিন্তু যদি নিজের মনকে বলো আমি পারব, আমি চেষ্টা করব তাহলে সেই মানসিক দৃঢ়তাই তোমাকে এগিয়ে নেবে।সাফল্যের পথে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে ব্যর্থতা। আমরা সবাই কখনো না কখনো ব্যর্থ হই, কিন্তু পার্থক্যটা হয় সেই মানুষদের মধ্যে যারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নেয়।
তারা জানে একবার না পারলে আবার চেষ্টা করতে হবে। তারা নিজেদের ওপর বিশ্বাস হারায় না। যেমন থমাস এডিসন হাজারোবার ব্যর্থ হয়েও বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। তিনি যদি নিজের ওপর বিশ্বাস হারাতেন, আজ পৃথিবী অন্ধকারেই থাকত।নিজের ওপর বিশ্বাস রাখা মানে অহংকার নয়। বরং এটি এক ধরনের মানসিক শৃঙ্খলা। এটা তোমাকে শেখায়, কীভাবে প্রতিটি কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। আত্মবিশ্বাসী মানুষ জানে, অন্য কেউ তাকে সফল করতে পারবে না তাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।
অন্যদের সমালোচনা বা ব্যর্থতার ভয় অনেক সময় আমাদের থামিয়ে দেয়। সমাজে অনেকেই বলবে তুমি পারবে না, এটা তোমার পক্ষে সম্ভব নয়।কিন্তু যদি তুমি নিজের মনে দৃঢ় বিশ্বাস রাখো, তবে সেই কথাগুলো তোমার কাছে অচল হয়ে যাবে। প্রতিটি বড় কাজের শুরুতেই মানুষ সন্দেহ পায়, কিন্তু ইতিহাস সাক্ষী যে, আত্মবিশ্বাসই মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে।জীবনের প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে। প্রতিটি সকালই বল আজও তুমি পারো।
শুধু দরকার নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করা। কারণ সফল মানুষরা কখনো অলৌকিক শক্তির ওপর ভরসা করে না, তারা নিজের শক্তিকেই অলৌকিক করে তোলে।তাই জীবনের এই লম্বা পথে, অন্যদের নয় প্রথমে নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যতই ছোট জায়গা থেকে শুরু করো না কেন, তোমার বিশ্বাসই তোমাকে বড় করে তুলবে। মনে রেখো, সাফল্যের শুরু কোনো সৌভাগ্যের গল্প নয়, এটি এক নিঃস্বার্থ আত্মবিশ্বাসের ফল।
| Device | iPhone 11 |
|---|---|
| Camera | 11+11 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness





🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5