Wonderful Plumeria flowers

in #uio3 years ago

হ্যালো সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আমি সবসময় আপনাদের সাথে ভাল ভাল কনটেন্ট শেয়ার করি এবং এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন।

ধন্যবাদ সবাইকে!

IMG_20221208_232234.jpg

IMG_20221208_232211.jpg

FB_IMG_1670331258664.jpg

আমার পছন্দের ফুলের মধ্যে এই সাদা ফুলটি অন্যতম। ফুলটি দেখতে যতটা সুন্দর ততটাই আকর্ষণীয। আপনি উপরের দিকে যতই তাকাবেন ততই ফুলের মায়া পড়বেন। আসল ফুলটির সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানা ; Plumeria obtusa, সিঙ্গাপুর কবরস্থানের ফুল, Plumeria গণের একটি প্রজাতি। এটি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা এবং ফ্লোরিডার স্থানীয়। কিন্তু সারা বিশ্বে এর শোভাময় ও সুগন্ধি ফুলের জন্য ব্যাপকভাবে চাষ করা হয়, যেখানে উপযুক্ত উষ্ণ আবহাওয়া বিদ্যমান।

আপনাদের কাছে ফুলটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাসায় কি এরকম ফুলের কাজ বা এই ফুলটি আছে। আজ আর নয়। পরবর্তী content আবার দেখা হবে এমন সুন্দর সুন্দর content দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন

thank-you.gif