কৃতজ্ঞতাই সুখের প্রথম চাবিকাঠি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১০ ই অক্টোবর ২০২৫ ইং
মানুষের জীবনে সুখের সংজ্ঞা ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ সুখ খুঁজে পায় অর্থে, কেউ খ্যাতিতে, আবার কেউ ভালোবাসায়। কিন্তু প্রকৃত সুখ কোথায় তা খুঁজে দেখলে বোঝা যায়, সুখ কোনো বাহ্যিক জিনিস নয়, এটি আমাদের মনের ভেতরেই লুকিয়ে আছে। আর সেই মনের দরজা খোলার প্রথম চাবিকাঠি হলো কৃতজ্ঞতা।
কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা নয়, বরং জীবনের প্রতিটি ছোট ছোট প্রাপ্তিকে অনুভব করা। ভোরের হালকা রোদ, পাখির ডাক, প্রিয়জনের হাসি, কিংবা নিজের সুস্থ শরীর—এসবই আশীর্বাদ। কিন্তু আমরা প্রায়ই এগুলোকে তুচ্ছ মনে করি, কারণ আমরা সবসময় যা পাইনি, সেই জিনিসটার দিকেই তাকিয়ে থাকি। অথচ, যা আছে সেটির জন্য কৃতজ্ঞ হতে পারলেই মন থেকে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়।
জীবনে যত বড়ই কষ্ট আসুক, কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে শক্তি দেয়। যখন তুমি ভাবো আমি এখনো বেঁচে আছি, শ্বাস নিচ্ছি, চেষ্টা করার সুযোগ পাচ্ছি তখনই বুঝবে তোমার হাতে সুখের চাবিটা আছে। কৃতজ্ঞতা আমাদের শেখায় নেতিবাচক চিন্তা থেকে মুক্ত হতে, জীবনের সৌন্দর্য দেখতে, আর আশার আলোয় নিজেকে জ্বালিয়ে রাখতে।
আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে মানুষ সবসময় আরও বেশি পাওয়ার দৌড়ে ছুটছে। এই দৌড়ে আমরা ভুলে যাচ্ছি যে, জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি আশীর্বাদ। কৃতজ্ঞ মানুষ কখনও একা থাকে না, কারণ তার চারপাশে থাকে ভালোবাসা, শান্তি আর তৃপ্তি। সে জানে সুখের শুরু হয় “ধন্যবাদ” দিয়ে, শেষ হয় আল্লাহ্র কাছে কৃতজ্ঞ থেকে।
যে মানুষ নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ, সে অন্যের প্রতি সহানুভূতিশীল হয়। কারণ সে জানে, সুখ কেবল নিজের নয়; ভাগ করে নিলেই তা বাড়ে। কৃতজ্ঞতা মানুষকে বিনয়ী করে, অহংকার থেকে মুক্ত রাখে। এটি শেখায় যে, পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, তাই প্রতিটি মুহূর্তকে ভালোবেসে বাঁচাই আসল প্রজ্ঞা।
শেষ পর্যন্ত জীবনের অর্থ বড় কোনো সাফল্যে নয়, বরং ছোট ছোট আনন্দে, ছোট ছোট কৃতজ্ঞতায়। তাই প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য, প্রিয়জনদের জন্য, আর বেঁচে থাকার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখবে, মন থেকে অন্ধকার সরে যাবে, আর ভিতরে জন্ম নেবে এক অনাবিল সুখ।
সবাইকে ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://x.com/Riyadx2P/status/1976694313490039278?s=19
X promotion :
Reply tweet:
https://x.com/Riyadx2P/status/1976677212066893886?s=19
https://x.com/Riyadx2P/status/1976677575989882897?s=19
Quite tweet:
আপনার ইপুশ ব্যালেন্স ৫০ এর নিচে নেমে গেছে, দ্রুত পুশ পাওয়ার আপ করে নিন, না হলে কিউরেশন বন্ধ থাকবে। ধন্যবাদ
করেছি ভাইয়া।