অপ্রয়োজনীয় ছবি তোলা এবং মানুষের পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয়

in আমার বাংলা ব্লগ2 years ago

photographer-846065_1280.jpg
কপিরাইট ফটো সোর্স পিক্সাবে

আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন। বর্তমানে আমাদের প্রত্যেকের হাতেই স্মার্টফোন আছে। স্মার্টফোনের মাধ্যমে সহজেই চাইলে যে কোন কিছু ছবি তোলা যায়। সহজ হওয়াতে মানুষ এখন অযথা অপ্রয়োজনীয় ছবি তুলে থাকে। যেটা অনেক সময় বিরক্তের কারণ হতে পারে। মানুষ সব সময় চায় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে অতিরিক্ত ছবি তোলার কারণে এডিকশনের পর্যায়ে চলে গেছে। সময় অসময়ে এখন মানুষ অপ্রয়োজনে ছবি তুলে থাকে।

মানুষ যে শুধু অপ্রয়োজনে নিজের ছবি তোলে তা না তাছাড়া অনেক সময় মানুষের পারমিশন ছাড়া অন্যের ছবি তোলা হয় এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এমন অনেক সময় হয় যার ছবি তোলা হয় তার কোন পারমিশন নেওয়া হয় না এবং আপলোড করার সময় তার কোন পারমিশন নিয়ে আপলোড করা হয় না।

অনেক সময় মানুষের অপরিজনের ছবি তোলার ফলে তার সম্মানহানি হতে পারে। অনেক মানুষ ছবিকে হাসি-ঠাট্টার করার জন্য মূলত সোশ্যাল প্লাটফর্ম গুলোতে আপলোড করে সেটাকে নিয়ে ট্রোল করা হয়। আবার এমনও হয় যে একটি মর্মান্তিক দুর্ঘটনার কারনে কোন মানুষ জখম হয়ে পড়ে আছে আর সেখানে গিয়ে অনেক মানুষ ছবি তুলছে, সে মানুষটিকে কোন ধরনের সাহায্য সহযোগিতা না করে।

অনেক সময় অনেকে গোপনে কারো ছবি এমনভাবে তোলা হয় আপনি নিজেও জানবেন না যে আপনার ছবি কেউ একজন তুলে ফেলছে। মনে করেন আপনার কোন প্রিয়জনের ছবি কেউ একজন গোপনে তুলে সেটাকে সোশ্যাল মিডিয়া আপলোড করা হলো আপনার কাছে ব্যাপারটি কেমন লাগবে? আমরা যারা এই কাজটা করি তাদেরও অবশ্যই ব্যাপারটি নিয়ে ভাবতে হবে যে নিজের জায়গায় যদি এই ব্যাপারটি রেখে চিন্তা করা হয় তাহলে আপনার কেমন লাগবে এবং অন্য মানুষের অপ্রয়োজনীয় ছবি তোলাটা কতটা যুক্তিসঙ্গত।

তাই আমাদের অপ্রয়োজনীয় ছবি তোলা নিয়ে সচেতনতা তৈরি করতে হবে। অন্তত আপনার বন্ধু পরিচিত যারা আছে তাদের সাথে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করা যে কোনো মানুষের পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয় এবং তার পারমিশন ছাড়া ফেসবুকে বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আপলোড করা উচিত নয়।আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর কথা বলেছেন আপনি।আসলেই অনুমতি ছারা ছবি তোলাটা ভদ্রতার মধ্যে পড়ে না।কারো অনুমতি ছারা ছবি তোলা এক ধরনের অপরাধ এবং অনুমতি ছারা ছবি পাবলিশ করা আরো বড়ো ধরনের অপরাধের মধ্যে পড়ে।তাই আমাদের এসব বিষয় গুলোতে খুব সেনসিটিভ হওয়া দরকার। একদম ঠিক বলেছেন বর্তমানে দুর্ঘটনা কবলিত এলাকায় সাহায্য করার তুলনায় ছবি তোলা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়ে বেশি। সেখানে জখম হয়ে থাকলে তাদের কি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে আপনি ঠিক বলেছেন অপ্রয়োজনীয় কোনো ছবি তোলা উচিত নয় আর সেটা অন্যের ছবি হলে তো কখনোই না। আসলে বর্তমান কিছু শ্রেণীর মানুষ আছে যারা ট্রল করার জন্য হলেও অনেকেরই ছবি তুলে থাকে। এবং তাদের কোন পারমিশন ও নেয় না। আমিও এরকম অনেক ছবি দেখেছি। আর দুর্ঘটনার কথা কি আর বলব। অনেকেই তো আছে যারা মানুষটাকে হেল্প না করে আগে নিউজ করা নিয়ে ব্যস্ত থাকে। যদিও বা এটা তাদের কাজ কিন্তু তারপরেও একটা সময় বুঝে কাজটা করা উচিত। ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের কাছে শেয়ার করার জন্য।