সুবর্ণগ্রামের প্রকৃতিঘেরা ভিডিওগ্রাফির ৬ষ্ঠ -পর্ব
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সকল সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুল্লিাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা অনেক ভালো কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি ভিডিওগ্রাফি নিয়ে হাজির হলাম।আজ আমি একটি চমৎকার ভিডিওগ্রাফি নিয়ে আপনাদের সবার মাঝে চলে এলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার করা ভিডিওগ্রাফিটি দেখে আসি কেমন হয়েছে।
.png)

হ্যাঁ আমার প্রিয় এপার ওপার সকল সহযাত্রী ভাই বোনেরা। আপনারা জানেন যে আমি ভিডিওগ্রাফি করতে ভীষণ পছন্দ করি। কিন্তু আমার পিসিতে সমস্যার কারনে আমি চেষ্টা করেও ভিডিওগ্রাফি করতে পারছিলাম না। মাঝে মাঝে পিসিটি অনেক সমস্যা করে। অনেকবার ঠিক করা হয়েছে। তারপরও আবার সমস্যা হচ্ছিলো। যাইহোক তারপরও আজ অনেক দিন পর একটি ভিডিওগ্রাফি করলাম। আর এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।



এই লেকের পানি অনেকটাই স্বচ্ছ এবং ঠান্ডা। সকালে সূর্য ওঠার সময়, সূর্যের আলো যখন লেকের পানিতে পড়ে তখন পুরো লেক যেন সোনার মতো ঝিলমিল করে ওঠে। আবার বিকেলের দিকে লাল-কমলা আকাশ আর হালকা বাতাস লেকপাড়ে এক অন্যরকম পরিবেশ তৈরি করে। লেকের চারপাশে বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ঘেরা। ছোট ছোট নৌকা মাঝে মাঝে পানিতে ভেসে বেড়ায়, যেখানে স্থানীয় মানুষজন লেকের সৌন্দর্য উপভোগ করে। কেউ কেউ এখানে পিকনিক করতেও আসে। শিশুরা লেকপাড়ে দৌড়াদৌড়ি করে, বড়রা গল্প করে সব মিলিয়ে এক শান্তিপূর্ণ পরিবেশ।পারে।
জীবজন্তুর বৈচিত্র্য: ছোট্ট গ্রামে এক প্রকৃতি উদ্যান সুবর্ণ গ্রাম শুধু লেক বা গাছগাছালিতেই নয়, জীবজন্তুর বৈচিত্র্যেও ভরপুর । প্রতিদিন সকালে ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। বক, পানকৌড়ি, দোয়েল, শালিক, টিয়া, শকুন—নানান জাতের পাখি দেখা যায় এই গ্রামে। এছাড়াও গ্রামের আশপাশে খালি চোখেই দেখা মেলে খরগোশ, বনরুই, কাঠবিড়ালি, আর মাঝে মাঝে শিয়াল বা বনবিড়ালও। গৃহপালিত প্রাণী যেমন গরু, ছাগল, হাঁস-মুরগিও সর্বত্র ঘোরাফেরা করে। বর্ষাকালে ছোট ছোট ব্যাঙের ডাক, আর শুকনো মৌসুমে ঝিঁঝিঁ পোকার শব্দ পুরো গ্রামকে এক সুরেলা পরিবেশে ভরিয়ে তোলে। প্রকৃতির কোলে কাটানো এক শান্ত বিকেল সুবর্ণ গ্রামের প্রকৃতি এতটাই সুন্দর যে, এখানে সময় কাটানো মানেই নিজের ভেতরের ক্লান্তিকে দূরে পাঠানো। দুপুরে গাছের ছায়ায় বসে বই পড়া, পাখির ডাক শোনা বা নিঃশব্দে লেকের জলে তাকিয়ে থাকা সব কিছুতেই এক ধরণের মানসিক প্রশান্তি পাওয়া যায়। অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসে, কেউ কেউ ছবি তোলার জন্য আসে। স্থানীয়দের আন্তরিক ব্যবহার, ঘরের তৈরি পিঠা আর গ্রামীণ খাবারের স্বাদ এই ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে।
পোস্টের ধরন | ভিডিওগ্রাফি পোস্ট |
---|---|
ডিভাইস | VIVO |
মডেল | VIVO-Y22S |
ভিডিওগ্রাফার | @mahfuzanila |
স্থান | নারায়ণগঞ্জ |
পরিশেষে আশা করবো আমার আজকের ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের মন্তব্য পেলে খুশি হবো।
পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
সুবর্ণ গ্রামের নাম অনেকবার শুনেছি তবে কখনো যাওয়া হয়নি। আমার ইচ্ছা আছে এই জায়গাতে যাওয়ার। আপনি অনেক সুন্দর ভিডিওগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।