ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি❤️

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো ভেজিটেবল ফ্রাইডরাইস রেসিপি ।আশা করছি আপনাদের ভালো লাগবে।
IMG_20231231_091906.jpg

তো চলুন দেখা যাক রেসিপিটি কেমন।

IMG_20231220_195833 (1).png

ভাত
ফুলকপি
আলু
বেগুন
পেয়াজ
ডিম
কাঁচা মরিচ
ভোজ্য তেল
চিনি
লবন
হলুদ

PhotoCollage_1703992690899.jpg

প্রথম ধাপ

প্রথমে সবজি গুলো কেটে পরিস্কার করে ধুয়ে নিতে হবে এবং রান্না করা ভাত নিতে হবে।পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে নিতে হবে।
PhotoCollage_1703992988488.jpg

দ্বিতীয় ধাপ

এখন চুলায় কড়াই বসিয়ে দিতে হবে এবং পরিমাণ মতো তেল দিতে হবে।তেল গরম হয়ে গেলে তাতে কেটে রাখা পেঁয়াজ কুচিও কাঁচা মরিচ গুলো দিতে হবে এবং একটু ভেজে নিতে হবে
PhotoCollage_1703993803382.jpg

তৃতীয় ধাপ

মরিচ,পেঁয়াজ গুলো একটু ভাজা হলে তাকে কেটে রাখা সবজি গুলো দিতে হবে এবং লবন,হলুদ দিয়ে নারাচা করে ভালো করে ভেজে নিতে হবে।এবং সবজি গুলোতে ডিম দিয়ে আবারও নারাচারা করে ভেজে নিতে হবে।

IMG_20231231_100331.jpg

PhotoCollage_1703994027107.jpg

চতুর্থ ধাপ

সবজি গুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এবং ভাত গুলো কড়াইয়ে দিতে হবে ভাজার জন্য এবং হলুদ লবন দিয়ে ভেজে নিতে হবে। ভাত গুলো কিছু সময় ভাজার পর সবজি গুলো ভাতে দিয়ে আবারও নারাচারা করে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে।
PhotoCollage_1703994831217.jpg

পঞ্চম ধাপ

ভালো করে ভাজা হয়ে গেলে একটু চিনি দিয়ে নারাচারা করে মিশিয়ে নিয়ে আবারও একটু ভেজে নিতে হবে এবং পরিবেশের জন্য নামিয়ে নিতে হবে।
PhotoCollage_1703995020588.jpg

পরিবেশন

IMG_20231231_095849.jpg

IMG_20231231_095837.jpg

IMG_20231231_091906.jpg

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীরেসিপি
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20231221_090737.jpg

Sort:  
 2 years ago 

শীতের সবজি দিয়ে মজাদার ফ্রাইড রাইস তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে।বেশিরভাগ সময়ের ডিম দিয়ে ফ্রাইড রাইস খাওয়া হয়েছে। তবে ভেজিটেবল ফ্রাইড রাই স এভাবে তৈরি করে কখন খাওয়া হয়নি। এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

ভেজিটেবল ফ্রাইড রাইসেও ডিম দিয়েছি আপু।খেয়ে দেখবেন তৈরি করে জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না আপু। সবজি দিয়ে এভাবে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে। ভালো ছিলো রেসিপি ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

সঠিক গরম গরম খেতে বেশি ভালো লাগে।

 2 years ago 

ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে এই রেসিপিটি শেয়ার করলেন। সত্যি রেসিপির পরিবেশন অসাধারণ হয়েছে। এত মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপু আপনার রেসিপিটি বেশ অন্যরকম লাগলো ।ভেজিটেবল ফ্রাইড রাইস এভাবে কখনো খাওয়া হয়নি ।কেননা সাধারণত ফ্রাইড রাইস খেয়েছি হলুদ ছাড়া ।আর এই ফ্রাইড রাইসে দেখলাম হলুদ দিয়েছেন। বেশ অন্যরকম লাগলো রেসিপিটি। খেতে নিশ্চয়ই বেশ ভালো হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ হলুদ আমরাও দেই না মাঝে মাঝে যেহেতু হলুদ ছারা খাই বেশি সময় তাই আজ আমি হলুূদ দিয়ে নতুনত্ব আনলাম রেসিপিতে।ধন্যবাদ

 2 years ago 

খাবারের মধ্যে সবজি জাতীয় খাবার আমার সবথেকে প্রিয়।
আপনি অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো।
সবজি দিয়ে এরকম ফ্রাইড রাইস সত্যি অনেক মজাদার এবং পুষ্টি সমৃদ্ধ খাবার।

 2 years ago 

আমারও সবজি ভীষণ প্রিয়।

 2 years ago 

ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি আমার ভীষণ পছন্দের। আমি মাঝেমধ্যেই আমাদের বাসার বেঁচে যাওয়া ভাত দিয়ে এই ধরনের রেসিপি তৈরি করি। অনেক সুন্দর একটি রেসিপি তৈরি পদ্ধতি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ শীতের দিনে বেচে যাওয়া ভাত দিয়ে এই মজাজার রেসিপিটি কম বেশি সবাই খাই। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

ফ্রাইড রাইস আমার বেশ কয়েকবার খাওয়া হয়েছে। ভেজিটেবল ফ্রাইড রাইস কিন্তু অনেক বেশি মজাদার। আর এটা খেতেও খুবই ভালো লাগে। খুবই লোভনীয় ছিল আপনার এই মজাদার রেসিপি টা। এই শীতের সময় গরম গরম ফ্রাইড রাইস খেতে কিন্তু খুব ভালোই লাগবে। নিশ্চয়ই আপনি অনেক মজা করে খেয়েছিলেন এটা। সত্যি জিভে জল চলে আসার মত একটা মজাদার রেসিপি ছিল। পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে, দেখে ইচ্ছে করছে তুলে নিয়ে খেয়ে ফেলি।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অনেক মজা করে খেয়েছিলাম।

 2 years ago 

ভেজিটেবল ফ্রাইড রাইস আমি বেশ কয়েকবার তৈরি করেছিলাম বাড়িতে। আবার বাহিরেও খাওয়া হয়েছে অনেকবার। আর এই ফ্রাইড রাইস কিন্তু অনেক মজাদার হয়। আমার তো দেখলেই খুব লোভ লেগে যায়। শীতের সময় এরকম মজাদার খাবার খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আর যদি হয় গরম গরম তাহলে তো কোন কথাই নেই একেবারে। যারা এভাবে ফ্রাইড রাইস তৈরি করতে পারে না, তারা চাইলে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি তৈরি করেছেন আপনি। এই রেসিপি অনেক সুস্বাদু একটি রেসিপি এবং খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফ্রাইড রাইস আমার অনেক পছন্দের। সাধারণত রেস্টুরেন্টে গেলে খাওয়া হয়। কিন্তু বাড়িতে কখনো তৈরি করে খাওয়া হয়না। ভেজিটেবল ফ্রাইড রাইস টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। প্রস্তুত প্রণালি টা বেশ সহজ ছিল। পাশাপাশি প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে ভেজিটেবল ফ্রাইড রাইস এর রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

Posted using SteemPro Mobile