ভিডিওগ্রাফি!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। ছোট থেকে গ্রামে বড় হয়েছি। এইজন্য প্রকৃতি কে বেশ কাছ থেকে দেখেছি। এবং এখন সেই প্রকৃতি কে খুব বাজে ভাবে মিস করি। কয়েকবছর আগেরও প্রকৃতির সেই অদূতপূর্ব দৃশ্য এখন অনেক মিস করি। এখন যেখানে থাকি এটা ঢাকা থেকে একটু বাইরে। কিন্তু সত্যি বলতে এখানে ঐভাবে সেরকম কিছুই দেখার নেই। গ্রামের সেই পরিবেশ পাওয়ার তো কুমার সম্ভাবনায় নেই হা হা। বৃষ্টির সময়ে গ্রাম্য পরিবেশ থাকতো অন্যরকম সুন্দর। টিনের চালে বৃষ্টির পড়ার যে আওয়াজ এটা পৃথিবীর যেকোনো সুন্দর আওয়াজকে হার মানিয়ে দিতে পারে। ঐ আওয়াজ আপনি এই কংক্রিটের শহরে মোটেই পাবেন না এটা নিশ্চিত।
কয়েক দিন আগের কথা। আমি ইউনিভার্সিটি তে ক্লাস করছিলাম। এই সেমিষ্টারে আমার সবগুলো ক্লাস চতুর্থ ফ্লোরে। এবং আমাদের ক্লাসের পাশেই একটা ব্যালকনি টাইপ জায়গা আছে যেখান থেকে আকাশ টা খুব সুন্দরভাবে দেখা যায়। তখন সময় সাড়ে বারোটা। ক্লাস শেষে স্যার আমাদের ব্রেক দিয়েছেন। আমি ভাবলাম যাই ওখানে একটু উকি দিয়ে আসি। এবং এই উকি দিতে গিয়েই আকাশের সুন্দর দৃশ্য টা আমার চোখে পড়ে। নীল আকাশের বুকে যেন সাদা মেঘগুলো ভেলার মতো ভেসে বেড়াচ্ছে। যে কেউ সেই দৃশ্য দেখলে চোখ ফেরাতে পারবে না। আমি বেশ অনেকক্ষণ সেদিকে তাকিয়ে ছিলাম। দৃশ্য টা অবলোকন করলাম।
কিছুক্ষণ পরে ওখানে আমার দুইটা ফ্রেন্ড চলে আসলো। যদিও ওরা পেছনরে ভিউ দেখে নিজেদের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আমি ঐ আকাশের দিকেই তাকিয়ে ছিলাম। কোন এক নীরবতা আমাকে গ্রাস করেছিল। কোন এক অদ্ভুত সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলাম। এই উচু বিল্ডিংয়ের উপরে সুন্দর এমন আকাশ। একটু বেমানান মনে হলেও দেখতে খারাপ লাগছিল না। আমি সেই দৃশ্যের ফটোগ্রাফি করি কিছু। এবং এরপর একটা শর্ট ভিডিও ধারণ করি। শুধুমাত্র আকাশের সেই অসাধারন দৃশ্য টা ফোনে ক্যামেরা বন্দি করে রাখি। ভাবলাম আপনাদের সাথে দৃশ্য টা শেয়ার করে নেওয়া যাক। এইজন্যই আপনাদের সাথে ভিডিওগ্রাফি টা শেয়ার করে নেওয়া।।
----- | ----- |
---|---|
ভিডিও ধারক | @emon42 |
ডিভাইস | Redmi 12 |
সময় | জুলাই,২০২৫ |
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শ্রাবণের আকাশের এত সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এমন সুন্দর দৃশ্য তার সাথে সুন্দর মানিয়েছে মিউজিকটি। ভীষণ সুন্দরভাবে ধারণ করেছেন এমন সুন্দর প্রাকৃতিক শ্রাবণের আকাশের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
এমন সুন্দর ভিডিওটি দেখে মনে হচ্ছে ওখানে গিয়ে ঘুরে আসি। এমন সুন্দর পরিবেশ দেখলেই মন ভালো হয়ে যায়। আপনার ভিডিওটি দেখেও ভীষণ ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনি ভিডিওটি।