আমার ভিডিওগ্রাফি সরিষা ফুল ও পোকার মাঝে।
শুভ বিকাল 🌅
আজ ২৭ ই জানুয়ারি,
রোজ সোমবার ২০২৫ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম সরিষা ফুল ও পোকার ভিডিওগ্রাফি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অনেক দিন ধরে আমার ভিডিওগ্রাফি পোস্ট করা হয় না। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহ একটি করে ভিডিওগ্রাফি পোস্ট করার জন্য। কিন্তু সময় সুযোগের কারণে নিয়মিত পোস্ট করা কষ্টসাধ্য বিষয় হয়ে পড়ে। বিগত এক সপ্তাহ ধরে অফিসের কাজে চাপ বেড়েছে। সামনের ২৯ তারিখে অডিট আসবে সে উপলক্ষে অফিসের নিয়ম শৃঙ্খলা এবং বিভিন্ন কাজের দ্বারা পরিবর্তন করা হয়েছে। অপর দিকে আমার ভাতিজির আবারো অপারেশন হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে এখন সম্পূর্ণ সুস্থ। আজকে ছাড়পত্র নিয়ে বাসায় চলে এসেছে। সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন। যাইহোক আমার বাসার পেছনে আমি বেশ কিছু জায়গায় সরিষা চাষ করেছিলাম। সরিষা গাছ বড় হয়ে অনেক ফুল ফুটেছে। সরিষা ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, হলুদ ফুলগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। আমি প্রতিনিয়ত সরিষা গাছের খুব যত্ন করি। বিকালে পানি দিতে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
শীত মৌসুমে সরিষা সব জায়গায় চাষাবাদ করা হয়। শীতকালকে সবজি মৌসুম বলা হয়। অনেক চাষীরা সরিষা ফুলের জন্য সরিষা চাষ করে। সরিষা ফুল বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করে। তবে আমি শখের বসে কিছু জায়গায় সরিষা চাষ করেছিলাম। সরিষা ফুলগুলোর মাঝে বিভিন্ন মৌমাছি ও পোকা ঘোরাঘুরি করে। ফুলের সঙ্গে পোকামাকড়ের গভীর সম্পর্ক আমি সব সময় দেখতে পাই।আমি যখন গাছে পানি দেই তখন সরিষা ফুলের মাঝে একটি পোকা খেলাধুলা করতে দেখতে পাই। পোকাটি কিছুটা ছোট বল্লার মত দেখতে। তখন আমি চেষ্টা করি ভিডিও করার জন্য। কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করার কারণে ভিডিও করতে অনেক কষ্ট হয়। ফুলের মাঝে বিভিন্ন পোকা ও প্রজাপতি দেখতে ভীষণ ভালো লাগে। তাই ধৈর্য ধরে চেষ্টা করে ফটোগ্রাফি এবং ভিডিও করতে সক্ষম হয়েছিলাম। সেগুলো আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। আশাকরি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। যাইহোক আজকে আমি সরিষা ফুল ও পোকার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করলাম। নিচে ভিডিও লিংক রয়েছে। আশাকরি ভিডিও দেখার পরে আপনাদের কাছেও ভালো লাগবে।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালো লেগেছে, কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 💞।
বিভাগ | ভিডিওগ্রাফি। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | আমার ভিডিওগ্রাফি সরিষা ফুল ও পোকার মাঝে। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ভিডিওগ্রাফার | @nazmul01. |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
ফুলের মধ্য থেকে অনেক সুন্দর পোকামাকড়ের ফটোগ্রাফি করেছেন। সরিষা ফুলের বুক থেকে মৌমাছিরা এভাবে মধু সংরক্ষণ করে থাকে। এই সময়টা কিন্তু পোকামাকড়ের ফটোগ্রাফি ভিডিও করার অন্যরকম সুযোগ। আপনি বেশ দারুন সাউন্ড তো করে ভিডিওটা এডিট করেছেন। ভালো লাগলো সরিষা ফুলের এই ভিডিওটা দেখে।
ধন্যবাদ আপু আপনাকে প্রশংসা মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
শীতের সময়ে সরিষা ফুলের সৌন্দর্য ভীষণ ভালো লাগে আমার কাছে। মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছে আর সেই ভিডিও আপনি ধারণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এ ধরনের ভিডিওগ্রাফি করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমার পোস্ট ভিজিট করে উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।
আপনার ভাতিজির জন্য সুস্থতা কামনা করছি। সে সব সময় সুস্থ এবং স্বাভাবিক জীবন উপভোগ করুক। অফিসের কাজের চাপ সহ নানান ব্যস্ততার মাঝেও দুর্দান্ত একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। পোকা এবং সরিষা ফুলের সুন্দর চিত্র ফুটে উঠেছে আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে। আপনার ভিডিওগ্রাফিটি এতটাই চমৎকার হয়েছে যে দেখে চোখ ফেরানো মুশকিল । আপনার থেকে এরকম ভিডিওগ্রাফি আগামীতে আরো দেখতে চাই।
চেষ্টা করবো আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।
সব মিলিয়ে বেশ ব্যাস্ত সময় পার করছেন বুঝতে পারলাম। আপনার ভাস্তির অপারেশন হয়েছে তার সুস্থতা কামনা করছি।দারুণ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছেন ভাইয়া। ঠিক বলেছেন আপনি পোকা ও ফুলের মাঝে গভির সম্পর্ক।আসলে পোকা ছারা ফুল যেন খালি খালি লাগে।বেশ ভালো লাগলো আপনার সরিষা ফুলের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি টি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য, দোয়া করবেন আমার ভাস্তির জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
X-Promotion
সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে আমার। বিশেষ করে সরিষা ফুলের ঘ্রাণ আমাকে মুগ্ধ করে। হলুদ রঙের রাজ্যে ডুবে যেতে ইচ্ছে করে আমার। আজকে আপনি চমৎকার একটি ফুলের এবং পোকার ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন।
জি ভাই ফুলের সুবাস নিঃশ্বাসের সুগভীর ভাবনার প্রতিফলন ঘটায়। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই ভালো থাকবেন।
সরিষা ফুলের মধ্যে পোকার ভিডিওগ্রাফিটি দারুন করে চ্যাপ্টার করেছেন। এই ধরনের ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে। ফুলগুলোর মাঝে পোকাটি কি সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে। আপনিও দারুন ভাবে এই দৃশ্যটিকে ক্যাপচার করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এই ধরনের ভিডিওগ্রাফি করতেও অনেক দক্ষতার প্রয়োজন হয়। যা সবাই পারেনা।
গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। হলুদ সরিষা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। সরিষা ফুল এবং পোকার দারুন একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন। ভালো লাগলো পুরো ভিডিওগ্রাফি টা দেখে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
সরিষার ফুল এবং পোকার অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি বলতে এরকম ভিডিওগ্রাফি করা বেশ কঠিন। তারপরেও আপনি অনেক সুন্দর ভাবে চমৎকার এই ভিডিওগ্রাফিটি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফিটি দেখে।