ভিডিওগ্রাফিঃ জবা ফুলের সুন্দর একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ6 months ago

শুভ দুপুর,

আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমিও সবার জন্য দোয়া করে যাচ্ছি। যদিও রোজার দিন আস্তে আস্তে রোজা শেষ হয়ে যাচ্ছে। ঈদের দিনগুলো ঘনিয়ে আসছে রোজার শেষে ঈদের দিনটা আমাদের সকল মুসলিম ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই চেষ্টা করি এই গুরুত্বপূর্ণ আনন্দময় দিনকে পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে। তাই রোজার শেষের দিকে সবার ব্যস্ততা বেড়ে যায় বাড়িতে ফেরার জন্য। আশা করি সবাই নিরাপদে যাতায়াত করবেন। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশাকরি আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগ ভালো লাগবে।

f2.jpg

আমি আজকে হাজির হয়েছি আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি নিয়ে। বেশ অনেকদিন হলো কোন ধরনের ভিডিও দেওয়া হয় না। বিশেষ করে ভিডিও আসলে সংগ্রহ করা হয় না তেমন একটা বের হয় না। তাই ভিডিও করার সুযোগ হচ্ছে না আমার। তবে আমার অনেক ভালো লাগে ভিডিও করতে পাশাপাশি ফটোগ্রাফি গুলো করতে। কোন সুন্দর মুহূর্ত যখন আমি দেখতে পাই এবং কোন মুহুর্ত কাটায় সেই সুন্দর ভিডিওটি সংগ্রহ করে রাখি ফোনের গ্যালারিতে। আর যখন সময় সুযোগ হয় তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এক ধরনের পোস্ট গুলো করতে কেমন জানি ভালো লাগেনা। তাই চেষ্টা করি পোস্টের মধ্যে ভিন্নতা আনার। তাই আমি চিন্তা করলাম যে ফোনের গ্যালারিতে থাকা একটি ফুল বাগানের ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব।

f1.jpg

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হয়। তবে সেখান থেকে এমন সুন্দর কিছু মুহূর্ত ফোনের গ্যালারিতে ধরে রাখি। আজকের চিন্তা করলাম যে একটি ফুল বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই চিন্তা করে একটি জবা ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। যেখান থেকে ভিডিও নিয়েছিলাম সেখানে বিভিন্ন ধরনের ফুলের বাগান ছিল। আমার বেশ ভালো লাগছিল জবা ফুলের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিতে। আমরা সবাই পরিচিত জবা ফুল সম্পর্কে। যদিও এই ফুল বারো মাস ফুটে থাকে এবং অন্যান্য ফুল যেগুলো শুধু শীতকালে দেখা যায়। জবা ফুলের এত সুন্দর সুন্দর কালার আমার খুবই ভালো লাগে।

f.jpg

আজকে আমি সেই জবা ফুলের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আসলে ভিডিও ক্যাপচার করা এবং ভিডিও শেয়ার করা ও এত সহজ নয়। সবকিছু মিলিয়েই সময় লাগে ভিডিও শেয়ার করতে গেলে। নিশ্চয়ই সবার কাছে ভালো লাগবে আমার আজকের ভিডিওটি দেখে। তাই আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শেয়ার করে নিচ্ছি ---

f3.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিজবা ফুলের একটি ভডিও
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- কক্সবাজার-ইনানী


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Banner_PUSS1.png

Sort:  
 6 months ago (edited)

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

দারুন সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন আপু। ফুলের এমন সুন্দর ভিডিওগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে।। আর আপনি দারুণ সুন্দর নিখুঁতভাবে সমস্ত ভিডিওগ্রাফিটি ক্যাপচার করেছেন। এমন সুন্দর একটি ফুলের ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।।

 6 months ago 

চেষ্টা করি দাদা সুন্দর কোন দৃশ্য দেখলে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার।

 6 months ago 

আপনার জবা ফুলের ভিডিওগ্রাফি টা অনেক সুন্দর হয়েছে। এছাড়াও বিভিন্ন ফুলের যে ফটোগ্রাফি গুলা আপনি শেয়ার করেছেন সেটা অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ।

 6 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ দাদা সুন্দর মতামত শেয়ার করে আমাকে সহযোগিতা করার জন্য।

 6 months ago 

চমৎকার সুন্দর সুন্দর সব ফুলের ফটোগ্রাফি করেছেন। খুবই সুন্দর সব গুলো ফুল।দারুণ লাগছে ফুল গুলো।জবা ফুলের ভিডিওগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। ধাপে ধাপে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

অনেক ভালো লাগলো দিদি সময় দিয়ে ভিডিও দেখার জন্য।

 6 months ago 

জবা ফুলের সুন্দর ভিডিওগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম । আপু আপনি বেশ সুন্দর ও নিখুঁতভাবে দক্ষতার সঙ্গে ভিডিওগ্রাফি করেছেন ।আপনার দক্ষতার প্রশংসা না করলেই নয়। সুন্দর জবা ফুলের ভিডিওগ্রাফি পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ‌।

 6 months ago 

প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

একটা সময় আমাদের বাসাতে জবা ফুল গাছ ছিল। ফুল গুলো দেখে খুবই ভালো লাগতো আমার। কিন্তু এখন বাসাতে তেমন কোন ফুলের গাছ নেই বললেই চলে। যাই হোক আপনারা ধারণ করা সুন্দর এই ফুলের ভিডিওটা দেখে আমার কাছে ভালো লেগেছে আপু। অনেক সুন্দর করে আপনি ভিডিও ধারণ করেছেন। ভিডিওটা অসাধারণ।

 6 months ago 

তাহলে তো বেশ ভালো আপু আমার ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দিলাম।

 6 months ago 

রমজানের সুন্দর দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রোজার শেষ দিকে আসলেই সবার ব্যস্ততা বেড়ে যায়। যাইহোক, রংবেরঙের জবা ফুলের ভিডিওগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। খুবই ভালো লাগলো আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ঈদের দিন বেশ কাছে চলে আসলো আপু। মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ওয়াও আজকে আপনি চমৎকার একটি ভিডিওগ্ৰাফি শেয়ার করেছেন।জবা ফুল আমার প্রিয় একটি ফুল। আপনি অনেক সুন্দর করে ভিডিও ক্যাপচার করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার শেয়ার করা ভিডিওটি সময় দিয়ে দেখার জন্য।