ভিডিওগ্রাফি।। সবুজ প্রকৃতি আর ধানক্ষেতের ভিডিওগ্রাফী।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
প্রিয় বন্ধুরা প্রকৃতি নিয়ে হয়তোবা আমি আপনাদের মাঝে একাধিক কনটেন্ট শেয়ার করেছি। কিন্তু কি আর বলব তবুও যেন প্রকৃতির মাঝে নিজের মনটা বারবার ফিরে যায়। আর সেখান থেকেই সংগ্রহ করি বিভিন্ন ফটো এবং ভিডিওগ্রাফি। সাধারণত প্রকৃতির মাঝে অনেক মানুষই নিজেকে খুঁজে পায়। আমিও কিন্তু তার বিপরীত কিছু নই। প্রকৃতি বরাবরই আমার কাছেও ভীষণ ভালো লাগে।
বিশেষ করে সবুজ প্রকৃতি আমার কাছে সবথেকে বেশি পছন্দনীয়। যতদূর চোখ যাবে যদি সবুজের সমারোহ ঘিরে থাকে দৃশ্য গুলি তবে সেই দৃশ্য যেন সোনায় সোহাগা হয়ে ওঠে। বিশেষ করে যেদিকে চোখ যাবে সেই দিকেই যেন সবুজের অনন্য রূপ চোখে ফুটে উঠে। এই ভিডিওগ্রাফি টা আমি সংগ্রহ করেছিলাম যখন আমন ধান ছিল সেই সময়ে।
আমন ধান যখন গাছ থেকে বের হয়ে কেবলমাত্র মাথা হেলিয়েছে ঠিক সে সময়েই এই ফটোগ্রাফি এবং ভিডিওটা সংগ্রহ করেছিলাম। আর ভিডিওগ্রাফী টি আমার পছন্দের মধ্যে অন্যতম। ভিডিওটা গাড়ির উপর থেকে ক্যাপচার করেছিলাম যার কারণে তেমন একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু যখন সবুজ ধান ক্ষেতের মাঝে চিকন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখে এক মুহূর্তেই যেন মনটা ভালো হয়ে গিয়েছিল। কারণটা হল একটাই সেটা হচ্ছে প্রকৃতির ভালোবাসা প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির রূপ। আশা করি আমার ভিডিওগ্রাফিটি আপনাদের ভালো লাগবে। চলুন বন্ধুরা আমার ভিডিওগ্রাফিটি উপভোগ করা যাক।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1958923697634648078?t=iB8DBhpKp6S0zTY5rc3fhQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1958828202316767358?t=5aoXADg3-fc328jfB7jbVg&s=19
https://x.com/mdetshahidislam/status/1958827357898514906?t=pTwGH-2xPJl63tJMriz3Hw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1959065458076000502?t=fsG-m5XvZmgQ7UPM4naA2Q&s=19
সবুজে ভরা এমন পরিবেশ দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। সবুজ পরিবেশের মাঝখানেই যেন আমাদের এসব ক্লান্তির অবসাদ ঘটে। আপনার সবুজ প্রকৃতির এমন সুন্দর ভিডিও দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ।
একদম সঠিক কথা বলেছেন সবুজ প্রকৃতির মাঝেই আমাদের শরীরের সকল ক্লান্তির অবসাদ ঘটে। আমার মনের অনুভূতিটি বুঝতে পারার জন্য ধন্যবাদ আপনাকে।