ভিডিওগ্রাফিঃ মোবারকগঞ্জ সুগার মিলের ভিতরে আখ সংগ্রহের দৃশ্য ধারণ [পর্ব -১]❤️

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৯ জানুয়ারি রোজ রবিবার ২০২৫ ইং:।

বাংলায় ০৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ।

IMG_20250119_203113.jpg

IMG_20250119_203129.jpg

হ্যালো বন্ধুরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহের মত আজও একটি নতুন ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওগ্রাফি ধারণ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার বাবার বাসা যেহেতু ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায়। আর কালিগঞ্জ থানায় অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলস। আমার বাসা থেকে মিলের দূরত্ব ১০ মিনিটের।আর এই শীতের মৌসুমে সুগার চালু হয় এবং টনের পর টন সেখানে আখ সংগ্রহ করে সেখানে মাড়াই করা হয়। আমি মোবারকগঞ্জ সুগার মিলের পুরো ভিডিওটি পর্ব আকারে আপনাদের মাঝে শেয়ার করব।আশা করি আমার ধারণা করা ভিডিওগ্রাফি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলস বাংলাদেশের অন্যতম প্রধান চিনি উৎপাদন কারখানা, যা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই কারখানাটি দেশের চিনি শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে পরিচালিত এবং দেশীয় আখ চাষিদের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে চিনি উৎপাদন করে।মোবারকগঞ্জ সুগার মিল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু চিনি উৎপাদনের জন্যই নয়, বরং আখ চাষিদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। মিলটি এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করেছে।এখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আখ থেকে চিনি উৎপাদন করা হয়। মিলটি প্রতিবছর বিপুল পরিমাণ চিনি উৎপাদন করে, যা দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে সহায়তা করে। এছাড়া আখ থেকে উপজাত হিসেবে উৎপন্ন মোলাসেস বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যা দেশের শিল্প উন্নয়নে ভূমিকা রাখে।মোবারকগঞ্জ সুগার মিলের প্রাকৃতিক পরিবেশও মনোমুগ্ধকর। এর চারপাশে সবুজ আখ ক্ষেত ও গ্রামীণ পরিবেশ এক অনন্য দৃশ্যপট সৃষ্টি করে। মিলটি শুধু একটি শিল্প প্রতিষ্ঠানই নয়, এটি দেশের কৃষিখাত ও গ্রামীণ অর্থনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।মোবারকগঞ্জ সুগার মিলের সাফল্যের গল্প দেশের চিনি শিল্পে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও এটি আরও সমৃদ্ধি অর্জন করবে বলে আশা করা যায়।

ভিডিওগ্রাফির লিংক

পোস্টে বিবরণীভিডিওগ্রাফি
ডিভাইসরেডমি নোট ১১
ক্যামেরা৫০মেগাপিক্সেল
লোকেশনপাবনা


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমার ধারণ করা ভিডিওগ্রাফিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDm89MMbjNzSZS8q39njCmXErTaiTL7wuH55hCuY9thgRgVwHEZHZRcWfog6oeJ3VKqHdmDDaW.png

Sort:  
 8 months ago 

1737304369686.png

 8 months ago 

অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের আশপাশে এরকম দৃশ্য দেখা যায় না। খুবই ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফিটি দেখে।

 8 months ago 

ভিডিওগ্রাফিটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 8 months ago 

১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই সুগার মিল। এখন পর্যন্ত নিজ গতিতে কার্যক্রম ধরে রেখেছে। প্রতিনিয়ত সংরক্ষণ হচ্ছে আখ আর তৈরি হচ্ছে চিনি। অনেক ভালো লাগলো সেই জায়গায় উপস্থিত হয়ে সুন্দর ভিডিও ধারণ করে আমাদের দেখিয়েছেন দেখে। অসাধারণ ছিল ভিডিওটা।

 8 months ago 

জ্বি ভাইয়া আমি জন্ম থেকে দেখছি এই সুগার মিল দেখতেছি তবে কখনো বন্ধ হয়নি আজও। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।

 8 months ago 

না দেখা চিনির কল দেখার সুযোগ করে দিয়েছেন। একটা সময় বইতে পড়েছি এই সমস্ত চিনি উৎপাদন কেন্দ্র সম্পর্কে। কিন্তু কতদিন হয়ে গেল এই সম্পর্কে আর ধারণা রাখা হয় না। বেশ অনেক কিছু দেখার আর জানার সুযোগ হলো। খুব সুন্দর একটা ভিডিও করেছেন আপনি। এত সুন্দর ভিডিও প্লে করার পাশাপাশি মোবারকগঞ্জের চিনির কল কেন্দ্র দেখার সুযোগ পেলাম।

 8 months ago 

সুন্দর ও সাবলীল ভাষায় আপনার সুন্দর করে মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

আপু দারুন একটি ভিডিওগ্রাফি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। আমরা আসলে অনেক কিছু জানিনা বা কখনো দেখিই নাই। আর সেই জিনিসগুলো যদি কখনো কোনভাবে দেখা যায় তাহলে সেটা নিয়ে অনেক উৎসাহ যাগে। আর দেখে আমরা অনেক অবাক ও কৌতূহ হই। আজ আপনার সুগার মিল এর ভিতরে কিভাবে আখ সংগ্রহ করে তা দেখে বেশ ভালো লাগলো।

 8 months ago 

ভিডিওগ্রাফিটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

সুগার মিল সামনাসামনি কখনো দেখা হয়নি আমার। তবে আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে দেখার সুযোগ পেলাম। বেশ ভালো লাগলো ভিডিওগ্রাফিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। আস্তে আস্তে সুগার মিলের পুরো দৃশ্যটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করব।