ভিডিওগ্রাফিঃ মোবারকগঞ্জ সুগার মিলে চিনি তৈরির জন্য আখ থেকে রস সংগ্রহের ভিডিওগ্রাফি[পর্ব-২]
🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি মোবারক গঞ্জ সুগার মিলে চিনি তৈরির জন্য আখ থেকে রস সংগ্রহের ভিডিওগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। এর আগে একটি পর্ব আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আস্তে আস্তে বাকি পর্বগুলো শেয়ার করব আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসা যাক আমার ধারণ করা আজকের ভিডিওগ্রাফিটি। মোবারকগঞ্জ সুগার মিলে আখ থেকে রস সংগ্রহের প্রক্রিয়াখুবই অত্যাধনিক।মোবারকগঞ্জ সুগার মিল বাংলাদেশের একটি অন্যতম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে চিনি তৈরির প্রক্রিয়া অত্যন্ত সুপরিকল্পিত এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পন্ন হয়। আখ থেকে রস সংগ্রহ চিনি উৎপাদনের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ।আখ চাষিরা সুগার মিলের জন্য তাদের খেত থেকে পরিপক্ব আখ কেটে সরবরাহ করেন।আখ গাড়ি বা ট্রাকে করে মোবারকগঞ্জ সুগার মিলে আনা হয়।মিলে আখ পৌঁছানোর পর ওজন করা হয় এবং আখের মান পরীক্ষা করা হয়।এরপর মিলে আখ পরিষ্কার করার জন্য স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হয়।আখের গায়ে থাকা মাটি, ধুলো, পাতা, এবং অন্যান্য জিনিস গুলা ধুয়ে ফেলা হয়।পরিষ্কার আখ ক্রাশার মেশিনে প্রবেশ করানো হয়।ক্রাশার মেশিন আখকে চূর্ণ করে এবং মেশিনের রোলারগুলোর মাধ্যমে আখ থেকে রস বের করা হয়।সাধারণত এই প্রক্রিয়ায় আখ থেকে যতটা সম্ভব রস বের করা হয় এবং বাকি অংশকে ব্যাগাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।আখ থেকে প্রাপ্ত রস প্রথমে একটি সংগ্রহস্থলে সংরক্ষণ করা হয়।এরপর রসকে ছেঁকে এতে থাকা ময়লা বা অমেধ্য পদার্থ আলাদা করা হয়।মোবারকগঞ্জ সুগার মিলে আধুনিক প্রযুক্তি এবং দক্ষ শ্রমিকদের সমন্বয়ে আখ থেকে রস সংগ্রহ এবং চিনি উৎপাদন প্রক্রিয়া চালানো হয়। এভাবে সর্বোচ্চ মানসম্পন্ন চিনি উৎপাদন নিশ্চিত করা হয়।
পোস্টে বিবরণী | ভিডিওগ্রাফি |
---|---|
ডিভাইস | রেডমি নোট ১১ |
ক্যামেরা | ৫০মেগাপিক্সেল |
লোকেশন | পাবনা |
দারুন একটি ভিডিওগ্রাফি আজ আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আজ থেকে কিভাবে চিনি বানানো হয় সেটা বই পড়েছি কিন্তু কখনো নিজ চোখে দেখা হয়নি। আজ আপনার ভিডিওগ্রাফি মাধ্যমে সরাসরি দেখে নিলাম আখ দিয়ে কিভাবে চিনি তৈরি করার জন্য রস সংগ্রহ করছে।মোবারকগঞ্জ মিল থেকে চিনি তৈরির জন্য আখ রস সংগ্রহের ভিডিওগ্রাফিটি দারুন হয়েছে।
আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি তৈরির জন্য আখ থেকে রস সংগ্রহের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আসলে এভাবে কখনো আখ থেকে রস সংগ্রহ করা দেখিনি। আপনি আপনার ভিডিওগ্ৰাফির মাধ্যমে আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেলাম।
আমার ধারণ করা ভিডিওগ্রাফির মাধ্যমে আখ থেকে রস সংগ্রহ করা দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ভিডিওগ্রাফিতে সরাসরি আখ থেকে চিনি তৈরি করার জন্য রস সংগ্রহের দৃশ্যটি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দারুন একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওগ্রাফিটি ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
আমার বাড়ির পাশে ও একটি সুগার মিল রয়েছে, তবে সেটি বর্তমান বন্ধ হয়ে গিয়েছে। যাইহোক আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মোবারকগঞ্জ সুগার মিলে চিনি তৈরির জন্য আখ থেকে রস সংগ্রহের ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ টি দেখে বেশ ভালো লাগলো।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
কখনো এভাবে কারখানায় আখের রস সংগ্রহের পদ্ধতি দেখিনি আপনার সুবাদে এটা দেখার সৌভাগ্য মিলল। কি সুন্দরভাবে আখের রস সংগ্রহ করছে এবং বজ্র উদ্ভাবে আলাদা করছে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপনার মাধ্যমে নতুন কিছু সাথে পরিচিত হলাম।
আমার পোষ্টের মাধ্যমে আপনি আখ থেকে রস সংগ্রহের ভিডিওগ্রাফি দেখতে পয়ে অনেক খুশি হয়েছেন জেনে খুবই খুশি হলাম।