গ্রামের প্রকৃতি উপভোগ।

in আমার বাংলা ব্লগ2 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২ রা জুন, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। কয়েকদিন হল ঈদের ছুটিতে ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে এসেছি এখানে এসে বেশ ভালোই সুন্দর সময় অতিবাহিত করছি। আমি এর আগেও বলেছি গ্রাম আমি অনেক বেশি পছন্দ করি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। তাদের জন্ম গ্রামে তারা গ্রামের মায়া কখনোই ভুলতে পারে না। তবে শহরের মানুষরা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি পছন্দ করে। আমার এখন লেখাপড়ার খাতিরে ঢাকাতে থাকতে কিন্তু মাঝেমধ্যে গ্রামে এসে অনেক শান্তি অনুভব করি। গ্রামীণ প্রকৃতি উপভোগের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

1000207567.jpg

গ্রাম মানেই প্রকৃতি গ্রাম মানেই, অপরূপ সৌন্দর্য গ্রাম মানেই হৃদয়ের শান্তি। গ্রামীন প্রাকৃতিক সৌন্দর্য আমি অনেক বেশি পছন্দ করি। এখন শহরে থাকি তারপরও মাঝেমধ্যে চেষ্টা করি গ্রামীণ প্রকৃতিতে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। সত্যি বলতে কি আমাকে হৃদয় থেকে টানে। জীবনের প্রতিটা মুহূর্ত যদি গ্রামে কাটাতে পারতাম তাহলে মনে হয় এ জীবনটা অনেক সুন্দর হতো।

1000207568.jpg

তবে কর্ম কিংবা লেখাপড়ার জন্য হলেও শহরে যাওয়া দরকার হয়। তবে গ্রামীণ সৌন্দর্যকে আমরা কখনোই ভুলতে পারি না। কয়েকদিন হল গ্রামে এসেছি গ্রামে এসে খুবই সুন্দর সময় অতিবাহিত। গাছপালা, নদী নালা, পুকুর, খাল, বিল‌সব কিছুই যেন প্রকৃতির অপরূপ নিদর্শন।

1000207563.jpg

গ্রামে আসলে প্রতিদিন খুব সকালে ঘুম ভেঙে যায়। আর যদি সকালে একবার ঘুম ভাঙে তারপর আর ঘুম আসে না। পাখির কল কাকলি আর প্রকৃতি যেন বিছানা থেকে উঠে আসতে বলে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। আহ্ এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে আমার কাছে।

1000207565.jpg

গ্রামে এসে দুপুরের দিকে প্রচন্ড গরমের ভেতরে যখন বাড়িতে থাকা অসম্ভব হয়ে যায় তখন পুকুর পাড়ের মাচার উপরে গিয়ে বসে কিংবা শুয়ে থাকতে ভীষণ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এটা দারুন একটা জায়গা। আমি বাড়িতে থাকলে বেশিরভাগ সময় এখানেই বসে কিংবা শুয়ে কাটিয়ে দিই।

1000207471.jpg

এবার ঈদে ছুটিতে গ্রামে অনেক দিন থাকার ইচ্ছা রয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা করছে।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১ লা মে ২০২৫ খ্রিঃ
লোকেশন: খোকসা, কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

@aongkon, আপনার পোস্টটি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে সত্যিই অসাধারণ! গ্রামের প্রকৃতির মনোমুগ্ধকর ছবিগুলো দেখে মনটা জুড়িয়ে গেল। আপনার লেখনিতে গ্রামের প্রতি যে ভালোবাসা ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয়স্পর্শী। বিশেষ করে পুকুর পাড়ের মাচার উপরে বসে প্রকৃতির নীরবতা উপভোগ করার অনুভূতির কথা জেনে খুব ভালো লাগলো।

এটা জেনে আনন্দিত যে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করতে চান। আপনার ভবিষ্যৎ প্রচেষ্টা সফল হোক, এই কামনা করি। আপনার পোস্টের মাধ্যমে "আমার বাংলা ব্লগ"-এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাক, এই প্রত্যাশা রইল।

Keep sharing such wonderful content with us! আপনার পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করছি।

 last month 

আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Are you aware that you are answering a bot? An AI machine that doesn't read your text(s), but feeds an LLM bot with the URL of your text.
Of course, it is definitely not enthusiastic or asking real questions. It's just annoying spam - always and always again.

Don't let it take the piss, don't let it fool you, don't let it steal your time!

 2 months ago 

আমি নিজেও কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করি। কারণ শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য মানুষের কাছে বেশি ভালো লাগে। আপনি গ্রামের সৌন্দর্য চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। ভালো লাগলো গ্রামের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখি আপনার পোষ্টের মধ্যে। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month (edited)

আপনিও গ্রামীণ সৌন্দর্য অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। সুন্দর মন্তব্য করে বসে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।