দীর্ঘ দিন পর গিয়েছিলাম মাঠে ধান ক্ষেত দেখার জন্য
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ০২ ই অক্টোবর ২০২৫ ইং
দীর্ঘ দিন পর আবার সেই শিকড়ের টানে মাঠে পা রাখলাম। বিভিন্ন ব্যস্ততা আর প্রতিদিনের কাজের ঝক্কি আর সময়ের অভাবে বহু দিন ধরে ধান ক্ষেতগুলো দেখার সুযোগ হয়নি। কিন্তু গত দুই দিন ধরে প্রবল বর্ষণে মনটা হঠাৎ করে টেনে নিল গ্রামের ধান ক্ষেতে। মনে হলো, নিশ্চয়ই বৃষ্টির পানিতে ভরে উঠেছে ক্ষেতগুলো, নিশ্চয়ই ধানের চারাগুলো এখন প্রাণ ফিরে পেয়েছে। তাই একরাশ কৌতূহল আর অদ্ভুত টান নিয়ে চলে গেলাম আমাদের ফসলের জমি দেখতে।
মাঠে পা রাখার সঙ্গে সঙ্গে মন ভরে উঠল এক অদ্ভুত প্রশান্তিতে। চারপাশে শুধুই সবুজের সমারোহ। বাতাসে ভিজে থাকা মাটির গন্ধ ছড়িয়ে পড়েছে দূর পর্যন্ত। ধানের গাছগুলো বৃষ্টির পানিতে আরও সতেজ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিটি চারাই যেন নতুন করে বাঁচার শক্তি খুঁজে পেয়েছে। কাদামাটিতে হাঁটার সময় পায়ের নিচে নরম এক অনুভূতি কাজ করছিল, আর দূরে গরুর ঘন্টাধ্বনি, পাখির ডাক মিলেমিশে এক অপরূপ গ্রামীণ সুর তৈরি করছিল।
দীর্ঘ দিন দেখা হয়নি বলে ক্ষেতের প্রতিটি পরিবর্তন চোখে পড়ছিল স্পষ্টভাবে। গাছগুলো কতটা বেড়েছে, পাতাগুলো কতটা ঘন হয়েছে সবকিছুই নতুন মনে হচ্ছিল। মনে হলো, প্রকৃতি তার নিজস্ব ছন্দে ঠিকই সব সামলে নিয়েছে। আমরা যতো দূরে থাকি না কেন, প্রকৃতি থেমে থাকে না। সে তার মতো করে প্রতিদিন নতুন জীবন জন্ম দেয়, সবুজে ভরিয়ে তোলে মাঠ, আর কৃষকের আশা পূর্ণ করে।বৃষ্টির ফোঁটা তখনও গাছের পাতায় ঝুলছিল। বাতাসের হালকা ঝাপটায় তারা টুপটাপ করে পড়ছিল পানির ওপর।
সেই শব্দ যেন মনকে শান্ত করার এক সঙ্গীত। আমি দাঁড়িয়ে ছিলাম চুপচাপ, যেন সেই শব্দ শুনে শুনে নিজের ভিতরের ক্লান্তি ভুলে যাচ্ছি। শহরের ভিড় আর কোলাহলের থেকে একেবারেই আলাদা, এখানে সময় যেন ধীরে চলে। মনে হচ্ছিল, এটাই সত্যিকারের জীবন প্রকৃতির কোলে, সবুজের ভেতরে, শান্তিতে ভরা।ধান ক্ষেতের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, এই জমিই আসলে আমাদের অস্তিত্বের মূল। এখানেই লুকিয়ে আছে পরিশ্রমের গল্প, এখানে জমা আছে কৃষকের স্বপ্ন, তার ঘামের ফসল।
যখন ধান দুলবে সোনালি রঙে, তখনই যেন পূর্ণ হবে জীবনের সুখ। দীর্ঘ দিন পর ফসলের ক্ষেত দেখতে এসে আমি শুধু ধানের সবুজ শরীর দেখিনি, দেখেছি আশা, সংগ্রাম আর ভবিষ্যতের প্রতিচ্ছবি।মাঠ ছেড়ে ফেরার সময় মনে হচ্ছিল, এই মাটির টান, এই প্রকৃতির সান্নিধ্য নিয়েই আমাদের বেঁচে থাকা। যতই আধুনিকতার ভিড়ে হারিয়ে যাই না কেন, গ্রাম আর ফসলের ক্ষেত সবসময়ই আমাদের জীবনের সত্যিকারের প্রশান্তির ঠিকানা।
সবাইকে ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
গ্রামের পরিবেশে যখন ঘুরতে যাওয়া হয় ধানক্ষেত দেখতে কিন্তু চমৎকার লাগে। আপনি দেখছি ধান খেতে ঘুরতে গেলেন। তবে আমাদের এদিকেও দুইদিন ভালোই বৃষ্টি হয়েছে। আর এরকম সবুজ শ্যামলা ধান ক্ষেত দেখলে মন এমনিতে ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।