সবুজ শ্যামল প্রকৃতির মাঝে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ০২ ই জুন ২০২৫ ইং
শহরের ব্যস্ততা, যান্ত্রিক শব্দ আর কাঁচা পাথরের দেয়ালের মাঝে বসবাস করতে করতে মন হঠাৎ করেই একদিন হাঁপিয়ে ওঠে। ঘড়ির কাঁটার মতো জীবন ছুটে চলে নিরন্তর, আর এই ছুটে চলার মাঝেই একসময় মনে হয় কিছু একটা বাদ পড়ে যাচ্ছে। সেই বাদ পড়া অংশটা হয়তো প্রকৃতির স্পর্শ, সবুজে হারিয়ে যাওয়ার এক নিঃশব্দ তৃষ্ণা। ঠিক এমন এক সকালে আমি ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম, উদ্দেশ্য একটা নির্জন, সবুজে মোড়া দিন কাটানো। শহরের প্রান্ত ছাড়িয়ে এক গ্রামীণ পথ ধরে এগিয়ে গেলাম। দূরে দূরে টালির চাল, খোলা প্রান্তর, পাখির ডাকে ঘুম ভাঙা সকাল সব মিলিয়ে যেন এক অন্য জগতের সীমানায় এসে পৌঁছলাম। গাড়ির আওয়াজ নেই।
রাস্তার পাশে হালকা উঁচুনিচু পথ, যার এক পাশে সারি সারি খেজুর গাছ, অন্য পাশে ছোট ছোট সরু খাল বয়ে গেছে। সেই খালের জলে ফুটে আছে শালুক ফুল, পাশে লতিয়ে উঠেছে পানিফল গাছ। মাঝে মাঝে ধানের খেতের মধ্যে পড়ে আছে বৃষ্টির জল, সেখানে নেমে এসেছে বকের দল। বাতাসে রয়েছে মাটির টান, কাদা আর ভেজা ঘাসের গন্ধ, যা শহরের এয়ারফ্রেশনারে পাওয়া যায় না। আমি হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম একটা পুরনো পুকুর, যার চারপাশে পুরোনো বাঁশঝাড় আর সেগুন গাছ। পুকুরের জলে সূর্যের কিরণ পড়ে যেন সোনা ঝলক দিচ্ছে, মাঝে মাঝে জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ডানামেলা পাখি।
একটা বটগাছের ছায়ায় গিয়ে বসে পড়লাম। গাছটার বয়স আন্দাজ করা মুশকিল, তবে তার ঝুলে পড়া শিকড় আর কোটরে বাসা বাঁধা পাখিরা বলে দেয়, এটি বহু গল্পের সাক্ষী। তার ছায়ায় বসেই আমি চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই কেবল বাতাসের শব্দ, দূরে বয়ে যাওয়া নদীর ধ্বনি, পাখির কিচিরমিচির আর কোনো কোলাহল নেই, নেই ইলেকট্রনিক পর্দার ঝলকানি। মনে হলো, আমি যেন আমার নিজের ভেতরের কোনো শান্ত দ্বীপে পৌঁছে গেছি। জীবনের ছোট ছোট জিনিসগুলো যেগুলো এতদিন অবহেলিত ছিল, আজ যেন সেগুলোই ফিরে এলো আমার কাছে।
বিকেল গড়িয়ে এলো ধীরে ধীরে। সূর্য পশ্চিমে হেলে পড়ছে, আকাশের রঙ ক্রমে কমলা, তারপর গোলাপি হয়ে উঠছে। মাঠের গরুগুলো ফিরে চলেছে আপন গৃহে, মাথা নিচু করে তারা যেন জানে দিন শেষ। কৃষকেরা খেত থেকে ফিরছে, কারও হাতে কাস্তে, কারও মুখে সুরভরা গান। শিশুরা গ্রামের রাস্তায় ছোটাছুটি করছে, কেউ মাটিতে আঁকে বাড়ি, কেউ লুকোচুরি খেলছে। আমি তখনো বসে, শেষ আলোটুকু গায়ে মেখে নিচ্ছি। এ আলোয় নেই কৃত্রিমতা, নেই কোনো সাজানো দৃশ্য। এ হলো প্রকৃতির নিঃশব্দ উপহার যা শুধু গ্রহণ করলেই হয়, ছুঁয়ে দেখা যায় না।
শেষমেশ যখন ফেরা শুরু করলাম, তখন মনে হলো, আজ আমি কিছু নিয়ে যাচ্ছি। কোনো জিনিস নয়, কোনো ছবি নয়, বরং একটি শান্ত অনুভূতি। প্রকৃতির সঙ্গে কাটানো এই একটি দিন যেন আমাকে নতুন করে সাজিয়ে দিলো মনটাকে হালকা করে দিল, জীবনকে একটু ধীরে ভাবতে শেখালো। বুঝতে পারলাম, প্রকৃতির সঙ্গে প্রতিটি মানুষের একটা না বলা সম্পর্ক আছে শুধু সেই সম্পর্কটা মাঝে মাঝে ছুঁয়ে দেখতে হয়, তবেই জীবনের আসল সৌন্দর্য ধরা দেয়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1929575957674738104?t=D-TITE4SKqmbT76aTbJ6pw&s=19
https://x.com/Riyadx2P/status/1929576227628626195?t=D-TITE4SKqmbT76aTbJ6pw&s=19
https://x.com/Riyadx2P/status/1929576511750734105?t=D-TITE4SKqmbT76aTbJ6pw&s=19
https://x.com/Riyadx2P/status/1929576862323249602?t=D-TITE4SKqmbT76aTbJ6pw&s=19
https://x.com/Riyadx2P/status/1929577140686934310?t=D-TITE4SKqmbT76aTbJ6pw&s=19
Screenshot
আসলে প্রকৃতির মাঝে থাকতে খুব ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। আপনার প্রকৃতির সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এমন পরিবেশে নিজেকে হারিয়ে দিতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।