নিমন্ত্রণ

in #village2 years ago

আমার গ্রামে রইল সই তোমার নিমন্ত্রণ
অনেক যতন করব তোমায় দিয়ে আমার মন।
খেজুর রসের পায়েস,দেব অনেক মজা পাবে
পুলি পিঁঠা খাইলে তুমি বারেবারে চাবে।
টেংরা মাছের ঝুল খাওয়াবো,আরো মহিষের দই
একবার সই খাইলে তুমি বলবে আরো কই।
বাড়ির কাছের গ্রাম বাজারে অনেক কিছু পাবে
নাগরদোলায় উঠলে তুমি,চুপটি মেরে রবে।
বৈশাখী এ নিমন্ত্রনে, আমরা মেলায় যাবো
মন তোমার যা চাবে সবই কিনে দেবো।
হাতি ঘোড়া শালিক টিয়ার আছে অনেক সাজ
মুন্ড মিঠাই খেয়ে আমরা হবো খাদক রাজ।
গাছে উঠে আম ছিঁড়ে দেবো তোমায় খেতে
বৃষ্টি আসলে আম কুঁড়াতে রবে তুমি মেতে।
শীতল পাখার বাতাস দেব,ঘুমাতে শীতল পাটি
নদীর তীরে হাটবো দুজন,আঁখ খাওয়াবো দুটি।
পুতুলের বিয়ে দেব দুই জন,গায়বো মোরা গীত
সবাই এসে বলবে মোদের আহ্ কি পীরিত।