Mustard Flower Photography

in #vonchon2 months ago

আমার স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।আজকে আমি আমার প্রিয় ব্লগ এ কি করতেছি তা আমার বন্ধুের জানাবো। ঘোরাঘুরি কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আজ আমি একটু ঘুরতে আসলাম আমার বন্ধুর বাড়ি। ঘুরাঘুরির সময় আমার কিছু ফটোগ্রাফি আমার ক্যামেরায় বন্দী করে ফেলছি। তো চলুন শুরু করা যাক। এই ফুলটা নাম আমরা সরিষা ফুল বলে থাকি।অসাধারণ একটি ফুল। সরিষা ফুল সব জায়গায় কম বেশি পাওয়া যায়। আমি আমার বন্ধুর বাসার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম , তাদের ছাদে দেখি সুন্দর একটি ফুল তা হলো সরিষা ফুল। আমি একটি সরিষা ফুলটি ছিরে ফেলি এবং তা দিয়ে একটি ফটোগ্রাফি করলাম। আমার ফটোগ্রাফি কেমন লাগলো তা কমেন্ট করে যানাও বন্ধুগণ। সরিষা ফুলের চাষ করা হয় বাণিজ্যিকভাবে। সরিষা ফুল ডিম নিয়ে ভাজি খাওয়া যায়। সরিষা দিয়ে তেল তৈরি করা হয়,যা সরিষার তেল নামে পরিচিত। সরিষার চাষ বিভিন্ন অঞ্চলে হাজার হাজার বিঘা জমি চাষ করা হয়।

FB_IMG_1703493455888_3.jpg

FB_IMG_1703493455888_2.jpg

FB_IMG_1703493455888_1.jpg

FB_IMG_1703493455888.jpg

আশাকরি আমার ফটোগ্রাফি ভাল করে সকলের ভালো লাগছে। এই আশা রেখে আজকের মত এখানেই বিদায়। সকলকে ধন্যবাদ।