জলের কষ্ট😪

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো,

আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বাড়িতে জল বিড়ম্বনার কিছু কথা।

PhotoCollage_1713883088228.jpg

হঠাৎ টিউবওয়েলে জল উঠছে না।একে তো গরম তার উপরে জল উঠছে না।একটু পর লক্ষ করলাম পাম্পে জল উঠছে না।একটু পর জলের ট্যাংকি খালি হয়ে গেলো।খুব দূর চিন্তায় পড়ে গেলাম সবাই।দুদিন পর বিয়ে অথচ টিউবওয়েল ও পাম্পে জল নেই।
একটু পর আমার কাকা শ্বশুর বাড়িতে এসে বলছিলো পাম্পে কি জল ওঠে।আমরা বল্লাম না ওঠে না।তিনি বল্লেন আমি তো পুকুরে কাপড় মেলানোর জন্য টার লাগাবো জন্য বাঁশের খুটি লাগাবো জন্য খন্তা দিয়ে মাটি খুড়তে গিয়ে পাম্পের লাইন কেটে ফেলেছি।

হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে পাম্পের লাইন কাটলো কি করে তবে শুনুন।
আমাদের বাড়িতে এতোটাই আয়রন জলে যে অনেক গুলো বডিং করার পরেও আয়রন মুক্ত লেয়ার পাওয়া যায়নি।বেশ গভীর করে বডিং করার পরেও আয়রন মুক্ত জলের সন্ধান পাওয়া যায় নি।তাই বাড়ি থেকে অনেকটা দূরে আয়রন মুক্ত জলের জন্য বোরিং করে বাড়ি অবদি টেনে এনেছি আমরা পাইপের সাহায্যে আর সেই পাইপ কেটে ফেলেছে ।
একদিন পর মিস্তি আনা হলো মিস্তিরি ভারটিকেল টেপ ওআনুসাঙ্গিক সব কিছু দিয়ে কেটে ও ফেঁটে যাওয়া লাইন ঠিক করলেন। এখন টিউবওয়েলে জল ওঠে কিন্তুু পাম্পে ওঠে কি না তা চেক করলেন। মিস্তি বলে দিলেন আর সমস্যা নাই সব ঠিক হয়ে গেছে।
মোটরের জল উঠবে এটা বলে মিস্তিরি চলে গেলো কিন্তুু পাম্পপ জল উঠছে না। আবারো স্থানীয় এক মিস্তিরি কে ডাকা হলো। স্থানীয় লোকজনকে দেখানো হলো না কিছুতেই জল উঠছে না।ট্যাংকিতে জল নেই।আত্নীয় স্বজনদের জলের অভাবে করুন দশা।বাথরুমে বালতি বালতি জল আনা হলো কিন্তুু নিমিষেই শেষ।
এভাবে চলতে চলতে আমার বর সাহেব বিয়ের জন্য তিনদিনের ছুটিতে আসলেন।আগেই জানিয়েছিলাম জল ওঠে না।সে এসেই আগে মোটর চালু করলো এবং জল ওঠে না দেখে পাম্পের কাছে গেলো কি সমস্যা দেখতে।গিয়ে দেখে পাম্পের চাবি ঘোরানো। অফ করা রয়েছে মোটরটি জল উঠবে কি করে।চাবি ঘুরাইতে জল ওঠা শুরু হলো। তবে অতিরিক্ত খড়ার কারণে জলের স্তর একদমই নিচে চলে গেছে তাই জল ট্যাংকিতে উঠতে ও ট্যাংকি ভরতে অনেক সময় লাগে।
তবুও তো ওঠে জল। এতোদিন কি এক ভোগান্তি হয়েছিলো তা বলে শেষ করা সম্ভব নয়।জলের কতোটা প্রয়োজন মানুষের জীবনে তা বোঝা যায় এরকম পরিস্থিতিতে পড়লেই।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240422_173625.jpg

Sort:  
 last year 

বর্তমানে প্রচন্ড রোদ তার সাথে গরম পড়ছে আপু। আমাদের বাসাতেও তো মোটরে এবং টিউবয়েলে জল কম উঠছে ‌। যদি আর কিছুদিন এভাবে রোদ পরে তাহলে হয়তো বা প্রতিটি এলাকায় এই সমস্যা দেখা দিবে। তবে আপনার বর সাহেব এসে পাম্পের চাবি ঘুরাতেই জল উঠতে শুরু করল বিষয়টা জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনি একদম ঠিক বলেছেন আপু জল যে মানুষের কতটা প্রয়োজনীয় জিনিস সেটা একমাত্র এরকম পরিস্থিতি হলেই বোঝা যায়। ধন্যবাদ আপু।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু আমার পোস্ট টি ধৈর্যসহকারে পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

ক্ষত জাগায় ঔষুধ না দিয়ে অন্য জাগায় ঔষুধ দিলে রোগ ভালো হবে....। মটরের চাবি না ঘুরিয়ে মটর চালু করলে জল উঠবে কিভাবে। মটরটা যে নষ্ট হয়নি এটা আপনাদের ভাগ্য ভালো। যায়হোক আপনারা বুঝেন নাই,কিন্তুু স্থানীয় এক মিস্তিরি আনলেন সে কি দেখলো....। যায়হোক সমাধান তো হয়েছে। ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া মোটরটি নষ্ট হয়নি এটা ভাগ্য ভালো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

পুরো বাংলাদেশের অবস্থা খারাপ আপু। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গিয়েছে। পাম্প দিয়ে পানি উঠলেও টিউবওয়েল দিয়ে একেবারেই পানি উঠছে না। আপনারাও দেখছি বেশ ভোগান্তি তে ছিলেন। পাম্পের চাবি না ঘুরিয়ে আপনারা অন‍্যদিকে সমস্যা খুজছিলেন। এইটা কোন কথা হা হা। পানির কষ্ট আসলেই করা যায় না।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া জলের স্তর নিচে চলে গেছে। ভীষণ ভোগান্তিতে ছিলাম ভাইয়া।

 last year 

আমাদের এখানে মানুষ পানির সমস্যায় ভুগছি আপু। বিশেষ করে মেহেরপুর অঞ্চলে বিভিন্ন গ্রামে পানির সমস্যা সৃষ্টি হয়েছে বেশ কয়েকদিন। অনেক বাড়ির টিউবয়েল পানি উঠছে না। তবে যাই হোক আপনাদের হয়রানের শিকারের পর চাবি ঘোরানোর পরে পানি উঠেছে জেনে ভালো লেগেছে। তবে লেয়ার নিচে চলে যাওয়ায় পানি এখন খুবই কম উঠছে। যাই হোক বেশ ভালো লাগলো আপু আপনার এই পোস্ট পড়ে।

 last year 

কম বেশি সব জায়গায় জলের সমস্যা ভাইয়া।আপনারাও জলের কষ্টে আছেন জেনে খারাপ লাগলো।

 last year 

পানি ছাড়া চলা খুবই কষ্টকর। বর্তমানে গরমের যে অবস্থা তার মধ্যে আবার জল না থাকলে তো অবস্থা আরো খারাপ হবারই কথা। মোটরের চাবি না ঘুরিয়ে মোটর চালু করলে জল উঠবে কিভাবে। যাইহোক আপনার বর এসে মটরের চাবি ঘুরিয়ে মোটর ছাড়াতে জল এসে পড়ল। অবশেষে সমস্যা থেকে মুক্তি পেলেন জেনে ভালো লাগলো।

 last year 

ঠিক বলেছেন আপু পানি ছারা চলা ভীষণ কষ্টকর।

 last year 

পানির কষ্ট একদমই সহ্য করা যায় না।একেতো নিজেদেরই পানির দরকার হয় অনেক তার ওপর আবার বিয়ে বাড়ি।বেশ মুশকিলে পরেছিলেন তাহলে। যাক অবশেষে অনেক কাঠ খড় পুরিয়ে দাদা এসে সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন।

 last year 

ঠিক বলেছেন পানির কষ্ট একদমই সহ্য করা যায় না।

 last year 

আমরা তো পানি ব্যবহার করার সময় টের পাই না কতটুকু পানি খরচ করছি। কিন্তু যখন পানির লাইনে কোনো সমস্যা হয়,তখন তো বালতির মধ্যে পানি রেখে দিতে হয়। আর তখন ব্যবহার করার সময় তো দেখি এক নিমিষেই পানি শেষ হয়ে যায়। যাইহোক পানির কষ্ট হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। অনেক ঝামেলার পর অবশেষে পানির সমস্যা সমাধান হয়েছে, এটা জেনে খুব ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।