মেঘের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ❤️❤️
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মেঘের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।
আজ আমি আকাশের প্রেমে পড়েছি।যতোই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে আকাশ পানে তাকিয়ে থাকি সারাটা দিন।সত্যি আমি আজকে সারাদিন অসংখ্য আকাশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছি।যেদিনে তাকাচ্ছি আকাশের সেখানেই মুগ্ধ হয়ে গেছি।আকাশ এমন একটি সৃষ্টি আকাশের দিকে তাকিয়ে মানুষ কতো কল্পনা করে। কষ্ট পেলে যদি আকাশের দিকে তাকিয়ে থাকা যায় তবে মনের কষ্ট হালকা হয়ে যায়। আকাশ দেখলে বোঝা যায় আকাশ কতোটা সুন্দর সৃষ্টি সৃষ্টিকর্তার।
আকাশের দিকে তাকিয়ে আকাশ নিয়ে হাজার ও গান কবিতা মনে পড়ছে।আকাশের ক্ষনে ক্ষনে রুপ বদল দেখতে দারুণ লাগে।আকাশ যখন যে রুপ ধারণ করে তখন সে রুপই খুব ভালো লাগে।কখনো ঘনো কালো মেঘ কখনো সিঁদুর রাঙা আকাশ কখনো বা নীল আকাশ।
আজ অনেক দিন পর আকাশ তার ভয়ংকর রুপ ছেড়ে খুবই সুন্দর রুপে ফিরেছে।ভালোবাসার রং নীল আর নীলের মাঝে সাদা রুপে ফিরেছে আকাশ।
টক টকে নীলের মাঝে সাদা মেঘ গুলো তুলার মতো ভেসে বেড়াচ্ছে। এতো সুন্দর আকাশ আগে কখনো এতো মন দিয়ে দেখিনি।
সুন্দর নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ানো দেখে মন টা জুড়িয়ে গেলো।আজকের আকাশ টি যেন অনেকটা নিচে নেমে এসেছে তাই খুব সহজে ও সুন্দর করে সুন্দরী আকাশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছি।গ্রামের আকাশে হাটতে হাটতে চমৎকার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছি।
ভিডিও লিঙ্ক
আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সব্বাই খুব ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
https://x.com/DattaShapla/status/1927689682222985722?t=-7y3gsVJRGepnru_bYgQ-w&s=19
https://x.com/DattaShapla/status/1927690783647272964?t=zQq2umFM8MAiHX6tIyJxhA&s=19
https://x.com/DattaShapla/status/1927692319291027792?t=2nZLtBKymWXH4rQOWTLstw&s=19
https://x.com/DattaShapla/status/1927694346989514826?t=93J7FwBHqainFphZ0navCA&s=19
আপু আপনি খুব সুন্দর সুন্দর কিছু আকাশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা আকাশের ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো।ভিডিওগ্রাফি টিও দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সত্যি দারুণ ফটোগ্রাফি গুলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
মেঘের এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে এবং ভিডিওটি দেখে মনটা ভালো হয়ে গেল। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতে আমার বেশ ভালো লাগে। তবে এমন দৃশ্য দেখে মনে হচ্ছে বাস্তবে গিয়ে সেই জায়গাটিতে কিছুক্ষণ একা বসে থাকতে। এত সুন্দর অপূর্ব দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমি সারাদিন আকাশ দেখেছি এতো সুন্দর আকাশ ছিলো।সত্যি যদি নিরিবিলি বসে আকাশ উপভোগ করা যেত তবে আরো ভালো লাগতো।
বেশ কয়েকদিন আকাশ এক নতুন রূপে ফিরে এসেছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আকাশের বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী ও ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিও ক্লিপ এর মাধ্যমে আকাশের সৌন্দর্য দেখার সুযোগ হলো আপু।
সত্যি মুগ্ধ হওয়ায় মতোই আকাশের সৌন্দর্য।
আপু আপনি দেখছি খুব সুন্দর করে আকাশের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। আসলে আকাশের সৌন্দর্য সবাই উপভোগ করতে চাই। আমি নিজেও আকাশের সৌন্দর্য দেখলে প্রেমে পড়ে যায়। যাইহোক ধৈর্য ধরে আকাশের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।