প্রজাপতির ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি ❤️

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

হ্যালো

কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো প্রজাপতির ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি । আশা করছি আপনাদের ভালো লাগবে।

PhotoCollage_1749905030637.jpg

প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনো রঙিন পাখা।সত্যি প্রজাপতির রঙিন পাখা দেখলে এই ঝড়া মনে পড়ে যায়। প্রজাপতিকে নিয়ে অসংখ্য গান কবিতা আছে যা শুনলে আমাদের সকলের মন খুব ভালো হয়ে যায়।

প্রজাপতি ও ফুল একে অপরের সাথে পরিপূর্ণ। যেখানে ফুল সেখানেই প্রজাপতির মেলা।যেন ফুলের সাথে মনের কথা বলে প্রজাপতি।প্রজাপতি দেখতে আমার খুব ভালো লাগে।আমার বাড়িতে বেশ কিছু ফুলের গাছ আছে আর সেই ফুল গাছের ফুলে ফুলে প্রজাপতি নেচে বেড়ায়।

এগাছ থেকে আরেক গাছে প্রজাপতির আনাগোনা। প্রজাপতি ভীষণ চঞ্চল সে এক জায়গায় স্থির থাকে না এক সেকেন্ড ও।নেচে নেচে ঘুরে বেড়ায় এফুল থেকে ওফুলে।

আমার ঘরেও মাঝে মাঝে জানালা দিয়ে প্রজাপতি ঢুকে যায়।আমার ফুল গাছে সব থেকে বেশি লক্ষ করা যায় দুটো খুবই সুন্দর কালো কালারের প্রজাপতি।কালো প্রজাপতির ডানায় নিখুঁত ভাবে কাজ করা। যখন প্রজাপতিরা চঞ্চল হয়ে ঘুরে বেরায় দেখতে দারুণ লাগে।

দুটো প্রজাপতি দেখতে একই রকমের এক সাথে ফুলের মধু খেতে আসে এবং গাছের এডাল ওডাল ঘুরে বেড়ায়। বোঝার উপায় নেই কখন কোন প্রজাপতি আসে। দুজন ফুলের মধু খাওয়া মাঝে কি যে দুষ্ট মিষ্টি সময় কাটায় তা না দেখলে বুঝা সম্ভব নয়।কখনো মাটির নির্যাসমিশ্রিত গন্ধ নিতে মাটিতে বসে। কালোর মাঝে সাদা ডানা দেখতে দারুণ লাগে।

তারা এতোটাই চালাক প্রকৃতির যে ছবি ভিডিও করতে যাওয়ার সাথে সাথে উড়াল দিয়ে চলে যায়।

তো চলুন দেখি তাদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি।

IMG_20250614_181353.jpg

IMG_20250614_181323.jpg

IMG_20250614_181310.jpg

IMG_20250614_180854.jpg

IMG_20250614_174944.jpg

IMG_20250614_180908.jpg


এই ছিলো আমার আজকের সুন্দর প্রজাপতির ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20250611_164631.png

IMG_20250611_164620.png

Sort:  
 3 months ago 

প্রজাপতির ভিডিওগ্রাফি খুব সুন্দর হয়েছে দিদি। ফুলে ফুলে খুব প্রজাপতি ঘুরে বেড়ানোর মুহূর্ত গুলো ক্যামেরাবন্দি করলে বেশ ভালই লাগে। খুব সুন্দর ভিডিওগ্রাফি ধারণ করেছেন। চমৎকার ভিডিওগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 3 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন জন্য।

 3 months ago 

ফুলের বাগানে প্রজাপতি ঘুরে বেড়াতে দেখলে ভীষণ ভালো লাগে। আর প্রজাপতিগুলো খুবই সুন্দর। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া ধৈর্য সহকারে আমার পোস্ট টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

ভীষণ সুন্দর লাগলো আপনার এই প্রজাপতির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি টি। এমন সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর প্রজাপতির ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেল।

 3 months ago 

প্রজাপতি আমার খুবই ভালো লাগে।বিশেষ করে যখন ফুলের উপরে বসে তখন দেখতে কিন্তু দুর্দান্ত লাগে।আপনি খুবই নিখুঁত হাতে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেছেন।যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

বাহ আপু আপনি দেখছি খুব সুন্দর করে প্রজাপতির ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করেছেন। আসলে বাড়ির মধ্যে ফুল গাছ বা সবজি গাছ থাকলে তখন প্রজাপতিগুলো ওইখানে এসে খেলাধুলা করে। আর ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে হলে ধৈর্য ধরে করতে হয়। বিভিন্ন রকম প্রজাপতির ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

প্রকৃতির সুন্দর প্রাণীগুলোর মধ্যে প্রজাপ্রতি একটা। প্রজাপ্রতি আমার খুবই পছন্দের প্রাণী। দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। বেশ ধৈর্য্য সহকারে করেছেন ফটোগ্রাফি টা। পাশাপাশি ভিডিওগ্রাফি টাও সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।।