পাবনা অনুকুল ঠাকুরের আশ্রমের উদ্দেশ্যে রওনা।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩১ শে আগস্ট, রবিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ঘোরার পাশাপাশি ধর্মীয় স্থানে ঘুরতেও খুবই পছন্দ করি। আমার কয়েকটা ভাই এবং বন্ধুরা আছে সবাই মিলে আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরি। এবছর পাবনা জেলাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব তিথি উৎসব পালিত হচ্ছে। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই উৎসবে যাব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসবে রওনা দেয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।
পাবনা জেলার শান্ত পরিবেশে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রম সর্বদা ভক্তদের কাছে এক অপার আকর্ষণের স্থান। জীবনের ব্যস্ততার কারণে অনেকদিন আসা না হলেও এবারে আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে এই আশ্রমে আবার যাব। আমাদের কয়েকজন ভাই আর বন্ধুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করি আশ্রম দর্শনের উদ্দেশ্যে।
এই বছর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম আবির্ভাব উৎসব পালিত হচ্ছে। তাই সারা দেশ থেকে হাজারো ভক্ত আশ্রমে ভিড় জমিয়েছেন। চারদিকে ভক্তদের ভক্তিময় সঙ্গীত, ভজন আর প্রার্থনার ধ্বনি পরিবেশকে আরও পবিত্র করে তুলেছে। আশ্রমের প্রতিটি কোণ যেন আধ্যাত্মিক শক্তিতে ভরপুর।
আমি দুপুর ২টার দিকে ঢাকা থেকে রওনা দিই। আরিচা ফেরিঘাট হয়ে দীর্ঘ ভ্রমণের পর রাত ৮টার দিকে আশ্রমে পৌঁছাই। ভ্রমণের ক্লান্তি থাকলেও আশ্রমের শান্ত পরিবেশে পৌঁছেই সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। মনে হয়েছিল, এখানে আসার মধ্যেই এক অদ্ভুত প্রশান্তি রয়েছে।
আশ্রমে এসে ভক্তদের ভিড় দেখে সত্যিই মন ভরে গিয়েছিল। সবার চোখেমুখে এক ধরনের শান্তি আর ভক্তির প্রকাশ। অনেকে পূজা-অর্চনা, আবার কেউ সেবামূলক কাজে ব্যস্ত ছিলেন। উৎসবের নানা আয়োজন ভক্তদের মনকে আরও বেশি আবেগময় করে তোলে।
এই ভ্রমণ আমার জন্য শুধু একটি ভ্রমণ নয়, বরং এক আধ্যাত্মিক অনুপ্রেরণা। জীবনের নানা ব্যস্ততার মাঝে মাঝে এভাবে আশ্রমে এসে মনে হয় সত্যিকারের শান্তি পাওয়া যায়।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ৩১ শে আগস্ট ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon


Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1963120800376172655?t=MJAZHKcHCRz7c1VCZA-92Q&s=19
https://x.com/aongkonbd/status/1963121916233032030?t=CwT9-xysoUrz3nwPuMN11g&s=19
https://x.com/aongkonbd/status/1963122279615001002?t=65UjTlTRDCEmOuyeF2o6IQ&s=19
https://x.com/aongkonbd/status/1963122709291995279?t=fD9kGW5eeh7q-biYMeV0SA&s=19
https://x.com/aongkonbd/status/1963123209152205234?t=G6lUyAxAwMFJhnHlNqJd0w&s=19