ঝুঁকিপূর্ণ শহর।।১৪ অক্টোবর ২০২৫
হ্যালো বন্ধুরা,
পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর বলতে সাধারণত বোঝানো হয় এমন শহর,যেখানে মানুষের জীবন, নিরাপত্তা, স্বাস্থ্য ও স্থিতিশীলতা সব দিক থেকেই হুমকির মুখে থাকে।এই ঝুঁকির কারণ হতে পারে — অপরাধ, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য, কিংবা অবকাঠামোগত দুর্বলতা।সাম্প্রতিক আন্তর্জাতিক জরিপ ও পরিসংখ্যান অনুযায়ী, লাতিন আমেরিকা, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু শহর বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ও অস্থিতিশীল অঞ্চলের মধ্যে পড়ে।
সবচেয়ে আলোচিত শহরগুলোর মধ্যে ইকুয়েডরের Durán অন্যতম।এই শহরে হত্যা, মাদক চোরাচালান ও অপরাধচক্রের আধিপত্য এতটাই প্রবল যে প্রতিদিন গড়ে একাধিক হত্যার ঘটনা ঘটে।প্রতি ১ লক্ষ মানুষের মধ্যে প্রায় ১৪৮ জন খুন হয়—যা পৃথিবীর সর্বোচ্চ হত্যার হার।এই শহরের প্রধান সমস্যা হলো গ্যাং-সংঘাত, অবৈধ অস্ত্র ব্যবসা এবং দুর্বল আইনপ্রয়োগকারী সংস্থা। স্থানীয় অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থানের অভাব মানুষের জীবনকে আরও বিপদের দিকে ঠেলে দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার Pretoria, Johannesburg এবং Cape Town শহরগুলিও অপরাধের জন্য কুখ্যাত।ডাকাতি, অপহরণ, গাড়ি ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধগুলো প্রায় প্রতিদিনের ঘটনা।এই শহরগুলোতে সামাজিক বৈষম্য ও বেকারত্ব অপরাধ বৃদ্ধির প্রধান কারণ। অপরাধীর সংখ্যা অনেক কিন্তু দণ্ডিত হওয়ার হার খুবই কম,ফলে আইনের প্রতি ভয় কমে গেছে।
অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে Manila (ফিলিপাইনস), Jakarta (ইন্দোনেশিয়া) ও Tokyo (জাপান) অত্যন্ত ঝুঁকিপূর্ণ শহর।Manila প্রতি বছর টাইফুন, বন্যা এবং ভূমিধসে আক্রান্ত হয়; Jakarta ধীরে ধীরে ডুবে যাচ্ছে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে; Tokyo আবার ভূমিকম্প ও সুনামির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অবস্থিত।এসব শহর প্রযুক্তিগতভাবে উন্নত হলেও, প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির কাছে তারা আজও ভীষণ দুর্বল।
রাজনৈতিক ও যুদ্ধক্ষেত্রের দিক থেকে Damascus (সিরিয়া), Kabul (আফগানিস্তান) এবং Baghdad (ইরাক) পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর তালিকায় থাকে।সেখানে বোমা হামলা, সন্ত্রাসবাদ, গৃহযুদ্ধ এবং মানবিক সংকট প্রতিদিনের বাস্তবতা।শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, ফলে সাধারণ নাগরিকদের জীবন এক প্রকার অনিশ্চয়তার ওপর নির্ভরশীল।
সবশেষে বলা যায়, “সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর” নির্ভর করে আমরা কোন দৃষ্টিকোণ থেকে বিচার করছি তার ওপর।যদি অপরাধ ও হত্যার দিক থেকে দেখা হয়, তবে Durán, Caracas বা Pretoria; আর যদি প্রাকৃতিক বিপর্যয়ের দিক থেকে দেখা হয়, তবে Manila, Jakarta, Tokyo — এই শহরগুলো পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গার তালিকায় থাকবে।এক কথায়, পৃথিবীর বহু শহর আজ মানুষকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না; আর এই বাস্তবতা আমাদের ক্রমবর্ধমান সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সংকটের এক করুণ প্রতিফলন।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community