VFX ।।১৫ সেপ্টেম্বর ২০২৫

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

VFX (Visual Effects) হলো এক ধরনের প্রযুক্তি ও শিল্পকৌশল যেখানে বাস্তবে ধারণ করা দৃশ্যের সাথে কম্পিউটার জেনারেটেড ছবি, গ্রাফিক্স বা এফেক্ট মিলিয়ে নতুন ভিজ্যুয়াল তৈরি করা হয়।সহজ ভাষায় বলতে গেলে, VFX এমন কিছু জিনিস তৈরি করে যা বাস্তবে ক্যামেরায় ধরা সম্ভব নয় বা করা খুব ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।

17578837714092306328560174522228.png

Image created by OpenAI


উদাহরণস্বরূপ, মহাকাশ ভ্রমণ, ডাইনোসরের হাঁটা, ভয়াবহ বিস্ফোরণ, সুপারহিরোর উড়ে যাওয়া বা কাল্পনিক দুনিয়া – এগুলো মূলত VFX এর সাহায্যে জীবন্ত করে তোলা হয়।

VFX তৈরি করার জন্য বিভিন্ন ধাপ আছে। প্রথমে pre-visualization করা হয়, যেখানে পুরো দৃশ্য কল্পনায় ও ডিজিটাল খসড়ায় আঁকা হয়। এরপর 3D modeling, texturing, lighting, animation এবং compositing-এর মতো প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি উপাদান বানানো হয়।Compositing হলো এমন এক ধাপ যেখানে বাস্তব ফুটেজের সাথে VFX উপাদানগুলো একত্রে মিশিয়ে দেওয়া হয়,যেন মনে হয় এগুলো একসাথে বাস্তবেই ঘটছে।

চলচ্চিত্র, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন এমনকি গেমিং ইন্ডাস্ট্রিতেও VFX ব্যাপকভাবে ব্যবহৃত হয়।হলিউডের Avatar, Avengers, Jurassic World কিংবা বলিউডের Baahubali, Brahmastra ছবিতে আমরা যে দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল দেখি, তার প্রায় পুরোটাই VFX এর মাধ্যমে তৈরি।শুধু বিনোদন নয়, এখন শিক্ষা, আর্কিটেকচার, মেডিকেল রিসার্চ, সিমুলেশন ট্রেনিং ইত্যাদি ক্ষেত্রেও VFX ব্যবহার হচ্ছে।

সবশেষে বলা যায়, VFX হলো কল্পনা আর প্রযুক্তির মেলবন্ধন।এর মাধ্যমে মানুষ এমন সব দৃশ্য তৈরি করতে পারে যা বাস্তবে সম্ভব নয়,অথচ দর্শকের চোখে একেবারে বাস্তব মনে হয়।এটি আধুনিক মিডিয়া ও বিনোদনের জগতে এক বিপ্লব ঘটিয়েছে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

1000158425.png

PUSS COIN:BUY/SELL