উত্তম রিজিক

in #writinglast year

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন।

বন্ধুরা আমি আজকের লেখা শুরু করছি, মানুষের জন্য আল্লাহর দেওয়া সর্ব উত্তম রিজিক কি?সেটা নিয়ে।

IMG_20240712_154354.jpg

সম্মানিত সকল বন্ধুরা আল্লাহ এই দুনিয়ায় মানুষকে অসংখ্য রিজিক দান করেছে। যা মানুষ কল্পনাও করতে পারে না

আমাদের সকলের কমবেশি ধারণা করি যে আমরা যা খায় তা আমাদের রিজিক।আসলে আমরা ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত এর মাঝে যা কিছু ব্যবহার করি, এবং আমাদের যা কিছু আছে তা আমাদের রিজিকের অন্তর্ভুক্ত।
IMG_20240712_154404.jpg

যেমন হলো আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাইবোন টাকা পয়সা জমিজাতি আরও কত কি।

তবে উত্তম রিজিক হলো মানুষের শারীরিক সুস্থতা।

শারীরিক সুস্থতা সকল মানুষই চাই। যে মানুষ অসুস্থ সে জানে, সুস্থতা কত বড় নেয়ামত। যেটা শুধু আল্লাহ তায়ালাই দিয়ে থাকেন।
IMG_20240528_052330.jpg

অসুস্থ হলে দুনিয়ার কোন কিছুই ভালো লাগেনা। মনে হয় যে যে আমি সবচেয়ে বড় অসহায়। এবং এই অসুস্থতার সময়ে আপন মানুষগুলো চেনা যায়।

আল্লাহ তায়ালা সকল মানুষকেই যেন শারীরিক ও মানসিক সুস্থতা দান করে।

আজকের মত এখানেই শেষ করছি সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে। Follow Me