জেনারেল রাইটিং-পরিবারের বন্ধনেই জীবনের আসল শক্তি”

in #writing5 days ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার রহমতে আমিও আছি ভালোই। তবে ব্যস্ত এ নগরে কতটুকু সময় ভালো থাকতে পারবো সেটা বলা মুশকিল। শত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কাটাতে হয় যান্ত্রিক জীবন। মাঝে মাঝে মনে হয় সব কিছুকে বন্ধ করে দিয়ে দূরে কোথাও সবুজ গাছের ছায়ায় নিজেকে একটু স্বস্থির ছায়া দিতে। কিন্তু ঐ যে বাস্তবতা, সেটা তো বড়ই নিষ্ঠুর আর নির্মম। কোন কিছুতেই ছাড় দিতে চায় না। সে যাই হোক বাবা । চলুন মূল পোস্টে ফিরে যাওয়া যাক।

প্রতিদিনই চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর করে কিছু লিখে উপহার দেওয়ার জন্য। চাই চারদিকের মানুষগুলোর মধ্যে লুকিয়ে থাকা কষ্টগুলো কে আমার লেখার যাদুতে আপনাদের মাঝে তুলে ধরতে। জানিনা কতটুকু আপনাদের মাঝে নিজের মনের কথা গুলো কে শেয়ার করতে পারি। আজ চেষ্টা করলাম আপনাদের মাঝে নতুন একটি জেনারেল রাইটিং শেয়ার করার জন্য। আশা করি প্রতিদিনের মত করে আমার আজকের জেনারেল রাইটিংটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে।

1000025339.png

আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো পরিবার। পরিবারকে ঘিরেই আমাদের বেড়ে ওঠা, আমাদের শিক্ষা, ভালোবাসা আর আবেগের সৃষ্টি। জীবনের নানা ধাপ পেরিয়ে আমরা যত দূরেই যাই না কেন, আমাদের মূল শিকড় কিন্তু রয়ে যায় পরিবারে। পৃথিবীর পরিবেশ যতই কঠিন আর অস্থির হোক না কেন, বিপদের মুহূর্তে পরিবারের সঙ্গই আমাদের আশ্রয় হয়। এই ভালোবাসা আর মমতার সম্পর্ক অন্য কিছুর সঙ্গে তুলনাহীন।

আজকের দিনে আমরা অনেক সময় ভুলে যাই সেই শেকড়ের কথা। আধুনিকতার দৌড়ে, কাজের চাপ আর ব্যস্ত জীবনের অজুহাতে আমরা ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরে যাই। যৌথ পরিবারগুলো আজ আর তেমন নেই বললেই চলে। আগে যেখানে সবাই একসাথে বসে গল্প করত, খাওয়া-দাওয়া ভাগাভাগি করত, ছোট-বড় সবাই মিলে আনন্দে সময় কাটাত, আজ সেখানে মানুষের মাঝে বেড়েছে একাকীত্ব। পরিবার ভেঙে যাচ্ছে, ভালোবাসার বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে।

মায়ের প্রতি সন্তানের ভালোবাসা আর সন্তানের প্রতি মায়ের মমতা দিন দিন যেন কমে আসছে। প্রযুক্তির মোহে আমরা হয়তো কাছের মানুষগুলোকে ভুলে যাচ্ছি। অথচ পৃথিবীর সবকিছু ফুরিয়ে গেলেও পরিবারের ভালোবাসা ফুরায় না। একজন মা, একজন বাবা, একজন ভাই-বোন—তাদের সম্পর্কেই লুকিয়ে থাকে মানুষের জীবনের আসল স্বাদ।

তাই শেকড় ভুলে গেলে আমাদের ক্ষতি অনিবার্য। মানুষ যতই বড় হোক, যতই সাফল্য পাক, পরিবার ছাড়া সেই সাফল্যের কোনো মানে নেই। আমাদের দায়িত্ব হলো পরিবারকে আঁকড়ে ধরা, তাদের ভালোবাসা আর স্নেহকে গুরুত্ব দেওয়া। কারণ পরিবারই আমাদের সেই শক্তির উৎস, যা আমাদের জীবনের কঠিনতম সময়েও ভরসা জোগায়।

তাই পরিবারকে ভুলে না গিয়ে বরং আরও বেশি করে তাদের সঙ্গে সময় কাটানো দরকার। শিকড়ে ফিরলেই আমরা সত্যিকার অর্থে শান্তি খুঁজে পাব। আর এই শান্তিই আমাদের জীবনকে সুন্দর আর পরিপূর্ণ করে তুলবে।

আমার পরিচিতি

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

1000206266.png

1000206267.png

❤️❤️ধন্যবাদ সকলকে❤️❤️