জেনারেল রাইটিং-দাওয়াত খেতে যেয়ে দুর্ঘটনার শিকার।
আসসালামু আলাইকুম
আমি @maria47।আমি একজন বাংলাদেশী। আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজ মনটা ভীষণ খারাপ।আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি দাওয়াত খেতে যেয়ে দুর্ঘটনার শিকার এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।
দাওয়াত খেতে যেয়ে দুর্ঘটনার শিকার:
অনেক সময় অটো চালক নিজের ইচ্ছে মত গাড়ী চালায়।যেই রাস্তা গুলো দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ।তারা সেই রাস্তা দিয়ে নিয়ে যাবে।এইভাবে তো দুর্ঘটনা ঘটে।যেমনটা আমাদের সাথে ঘটেছিল গতকাল।আমরা গতকাল আমার এক মামার ছেলের আকিকার দাওয়াত খেতে গিয়েছিলাম।
যখন বের হয়েছিলাম তখন আবহাওয়া বেশ ভালো ছিল।কোনো বৃষ্টি ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল।বেশ ভালই ছিল সব কিছু মিলিয়ে।যাওয়ার কিছুক্ষণ পরে অনেক জোরে বৃষ্টি নামে।যেই বৃষ্টি থামার মতো নয়।আমরা যখন বাজার গিয়ে পৌঁছায় তখন বৃষ্টি আসে।বাজার থেকে মাটির রাস্তা দিয়ে ওই বাসায় যেতে হয়
আর এই বৃষ্টির সময় গুলোতে মাটির রাস্তা গুলো একদম খারাপ থাকে।আর বেশ পানি জমে থাকে।তাই কোনো অটো যেতে চাচ্ছিল না।তবে অনেক খুঁজে একটা অটো পেয়েছিলাম।কারণ বৃষ্টি একদমই ছাড়ছিল না।আর অনেক ক্ষণ দাঁড়িয়ে আমরা বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম।কিন্তু থামছিল না।এরপর একটি অটো যেতে রাজি হয়।আর আমরাও উঠে যাই অটোতে।
মাটির রাস্তায় যখন নেমে আর কিছু দূর যাই তখন রাস্তায় বেশ কাদা ছিল।আর অটো যাচ্ছিল না।তাই আমার মেয়ে আর খালামনি বাদে আমরা সবাই অটো থেকে নেমে বৃষ্টিতে ভিজে পিছন থেকে অটো ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে যাই।এইভাবে বেশ কয়েক জায়গায় নেমে ভিজে অটো ধাক্কা দিয়ে নিয়ে যাই।বৃষ্টি তখনও মুসূলধারে হচ্ছিল।বলতে গেলে আমরা পুরো রাস্তায় এইভাবে অটো ধাক্কা দিয়ে নিয়ে যাই।আমরা বার বার অটো চালক কে বলছিলাম নামতে হলো বলবেন ঝুঁকি নিয়ে যাবেন না।এরপর বাড়ির সামনের একটি রাস্তা খারাপ ছিল।কিন্তু সেটা আমাদের অটো চালক বলে নি।আর পলিথিন দিয়ে অটো ঢেকে রাখার কারণে আমরাও দেখি নি।উনি ঝুঁকি নিয়ে সেই রাস্তায় যাচ্ছিলেন।এরপর আমাদের অটো একদম রাস্তা ভেঙে হেলে পড়ে।আমি এবং আমার ছোট বোন একদম ক্ষেতে পড়ে যাই।আর অটো এসে আমার হাতে লাগে।কারণ অটোটি আমাদের পাশে হেলে পড়েছিল।অটো চালক যদি আমাদের একবার বলতেন তাহলে এমন দুর্ঘটনার শিকার হতে হতো না।আমরা এইটুকু রাস্তাও নেমে যেতাম।আল্লাহর রহমতে কারো তেমন ক্ষতি হয় নি।সকলেই সুস্থ ছিলাম।এটাই ছিল আমার আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
বৃষ্টির সময় আসলে রাস্তাঘাট অনেক খারাপ অবস্থায় থাকে। অটো চালককে বলার পরেও তিনি আর বিষয়টি আপনাদেরকে না জানিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাচ্ছিলে এটি আসলে একদমই ঠিক নয়। কষ্ট হলোও একটু নেমে হেটে যাওয়াই ভালো। কারণ একটি দুর্ঘটনার সারা জীবনের কান্না। যাইহোক ভালো লাগলো সবাই সুস্থ আছেন জেনে ধন্যবাদ আপনাকে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1955211420666302789?t=as_5ch2g7uMO-mbavKhhEQ&s=19