জেনারেল রাইটিং-হঠাৎ বৃষ্টিতে বেড়ে যাচ্ছে অসুস্থতা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আপনারা আমার পোস্ট সবসময় পছন্দ করেন বলেই নতুন নতুন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের পোস্ট সবার ভালো লাগবে।
হঠাৎ বৃষ্টিতে বেড়ে যাচ্ছে অসুস্থতা:

Source
আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। আবহাওয়ার হঠাৎ করে পরিবর্তন সবাইকে অসুস্থ করে দিচ্ছে। বিশেষ করে ছোটরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। ছোট বাচ্চারা জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে। আমার বাসাতেও বেশ কয়েকজন সর্দি জ্বরে আক্রান্ত হয়েছে। আসলে আবহাওয়া টাই এরকম। আবহাওয়ার একটু বদল শরীরের উপর প্রভাব ফেলেছে। আর সেই প্রভাব কাটিয়ে ওঠা অনেক কঠিন হয়ে পড়েছে।
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ঘরে ঘরেই সবাই অসুস্থতায় ভুগছে। জ্বর সর্দি কাশির মত বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ছে। ঘরে ঘরে এই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। অনেকে তো আবার শখ করে বৃষ্টিতে ভিজেও সমস্যার মধ্যে পড়ছে। আসলে এই আবহাওয়ায় সাবধানে থাকা উচিত। এমনিতেই আবহাওয়া বদলানোর কারণে অসুস্থতা বেড়ে যাচ্ছে তার মধ্যে যদি ছোট বাচ্চারা জ্বর সর্দিতে আক্রান্ত হয় তাহলে তাদের সুস্থ হতে অনেকটা সময় লাগে।
আমার মনে হয় প্রত্যেকের বাসাতেই এরকম সমস্যা দেখা দিয়েছে। ছোট বড় অনেকেই অসুস্থতায় ভুগছে। আবহাওয়ার এই পরিবর্তন সবাইকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। হঠাৎ করে প্রচন্ড গরমের পর যখন বৃষ্টি শুরু হয়েছে তখন আবহাওয়ার প্রভাবটা শরীরের উপর ভালোভাবে পড়েছে। আর প্রচন্ড রোদ হওয়ার পর যখন হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তখনই মানুষ এই অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ছে।
হসপিটাল গুলোতে গেলে লক্ষ্য করা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা নানান রকমের রোগে আক্রান্ত হয়েছে। বেশিরভাগ জ্বর সর্দিতে আক্রান্ত। এছাড়া বর্তমানে বিভিন্ন রকমের জ্বরের প্রভাব বেড়ে গেছে। ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর লেগেই রয়েছে। এই ভয়ঙ্কর জ্বর গুলো আমাদেরকে আরো বেশি আতঙ্কের মধ্যে ফেলেছে। আর সবাই ভয়ের মধ্যে আছে।
আবহাওয়ার এই পরিবর্তনের সময়গুলোতে সবাইকে সাবধানে থাকা উচিত। সেই সাথে পরিবারের মানুষগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হওয়া উচিত। যাতে করে তারা সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে। তারা যদি সাবধানে থাকে এবং ভালো থাকে তাহলে সবারই অনেক ভালো লাগবে। আর পরিবারের কেউ অসুস্থ হলে সত্যিই অনেক বেশি খারাপ লাগে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1952721886011412777?t=dbvnE_9qbtSMfj3AOUMyhA&s=19
https://x.com/Monira93732137/status/1952722768585523557?t=2QMgGWLFkVCfe9kLY0lZGg&s=19
https://x.com/Monira93732137/status/1952723193623695700?t=zN5uUeGOx-arpdTlQEVpWw&s=19