জেনারেল রাইটিং-প্রত্যাশা এবং প্রাপ্তি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আসলে মাঝে মাঝে কিছু কিছু বিষয় আমাদেরকে খুবই কষ্ট দেয়। আর সেই বিষয়গুলো যখন কারো কাছে উপস্থাপন করতে পারি তখন ভীষণ হালকা লাগে। তেমনি আজকে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে নিজের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব।
প্রত্যাশা এবং প্রাপ্তি:

Source
আমাদের জীবনের প্রত্যাশা এবং প্রাপ্তি দুটোই যেন আলাদাভাবে চলে। কিংবা আলাদা সমীকরণে চলে। আমরা হয়তো অনেক কিছুই প্রত্যাশা করি। অনেক কিছুই ভেবে রাখি। কিংবা অনেক কিছুর আশায় বসে থাকি। কিন্তু দিন শেষে প্রাপ্তির জায়গা গুলোতে গিয়ে মনে হয় যেন সবকিছু শুধু শূন্যতায় ভরা। আমরা আমাদের কাছের মানুষদের উপর অনেক কিছুই প্রত্যাশা করি। তাদের নিয়ে স্বপ্ন দেখি। তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি। কিন্তু দিনশেষে হতাশা এসে মনের মাঝে ভিড় করে।
প্রত্যাশা এবং প্রাপ্তির জায়গা গুলো সত্যিই অনেক আলাদা। মাঝে মাঝে মনে হয় যখন আমরা কিছু প্রত্যাশা করি তখন হয়তো অনেক আশা নিয়েই সেই প্রত্যাশা করি। কিন্তু যখন সেই আশা একেবারে ভেঙে যায় কিংবা আশার মাঝে ধোঁয়াশা নেমে আসে তখন ভীষণ কষ্ট লাগে। হয়তো আমরা আমাদের কাছের মানুষগুলোর থেকে ভালো কিছু প্রত্যাশা করি। তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি। কিন্তু তাদের কিছু কিছু কাজ আমাদেরকে কষ্ট দেয়।
পরিবারের প্রত্যেকটা সদস্য একে অন্যের উপর যেমন নির্ভরশীল তেমনি আমরা সবাই একে অন্যের কাছে হয়তো কিছু প্রত্যাশা করি। আসলে প্রত্যাশা ছাড়া জীবনের স্বপ্ন আসে না। প্রত্যাশা ছাড়া জীবনে বেঁচে থাকা যায় না। আর প্রত্যাশার জায়গাগুলোতে যখন ধোঁয়াশা নেমে আসে তখন সব স্বপ্নগুলো নিমিষেই শেষ হয়ে যায়। আর সব স্বপ্নগুলো যেন আঁধারে ডুবে যায়।
জানিনা প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে সম্পর্কটা কখনো পূর্ণতা পাবে কিনা। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা একেবারে ধোঁয়াশায় ভরে ওঠে। মনে হয় যেন সবকিছুই এলোমেলো হয়ে গেছে। মনে হয় যেন স্বপ্নগুলো মিথ্যে হয়ে যাবে। জানিনা আমাদের প্রত্যাশাগুলো পূর্ণ হবে কিনা। তবে আমরা সব সময় স্বপ্ন দেখি। নিজের মতো করে স্বপ্ন দেখি। হয়তো পরিবারের মানুষগুলোর জন্যই স্বপ্ন দেখি।
তবে মাঝে মাঝে ভরসার জায়গা গুলো হালকা হয়ে যায়। যাদের উপর আমরা ভরসা করি সেই মানুষগুলো সেই ভরসার জায়গাটি ধরে রাখতে পারে না। যেই মানুষগুলোকে আমরা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি সেই মানুষগুলো আমাদেরকে নিরাশ করে। আর প্রত্যাশা গুলোকে শেষ করে দেয়। হয়তো এই কষ্ট কাউকে বলে বোঝানোর মত নয়। তবুও আমরা স্বপ্ন দেখি ভালো কিছুর।।তবুও আমরা প্রত্যাশা করি ভালো কিছুর।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1969396238786445449?t=fHDabkYWBxPU_X2C__6o4g&s=19
https://x.com/Monira93732137/status/1969397820097773846?t=bzu7EOO_Mlp924UONlHleg&s=19
https://x.com/Monira93732137/status/1969398131206078768?t=i44tDvSMrQDuZpblc4QvrA&s=19