জেনারেল রাইটিং-স্টিম প্রাইসের অবস্থা আর হতাশা||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি কি লিখব নিজেও জানিনা। গতকাল থেকে মনে হচ্ছে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র আয় করে নিজের প্রয়োজনীয় চাহিদাগুলো মিটাই তারা খুবই ভোগান্তির মধ্যে পড়েছি। মার্কেটের এই বর্তমান অবস্থা আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। সেই বিষয় নিয়েই আজকে লিখবো।


স্টিম প্রাইসের অবস্থা আর হতাশা:

woman-4786974_1280.jpg

Source


আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র আয় গুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। নিজের প্রয়োজনে এই আয়গুলো আমাদেরকে সাহায্য করে। কিন্তু হঠাৎ করে মার্কেটের এই ধ্বস মেনে নিতে পারছি না। মনে হচ্ছে যেন চোখের সামনে সব অন্ধকার নেমে এসেছে। এই অন্ধকার আমাদের মনে হতাশার জন্ম দিয়েছে। এই অন্ধকার আমাদেরকে হতাশ করেছে। জানিনা সবকিছু স্বাভাবিক হবে কিনা।


মার্কেট প্রাইস এভাবে কমে যাওয়াতে এই প্রভাব সবার উপরেই পড়েছে। স্টিম প্রাইস এতটা কম এর আগে কখনো দেখিনি। দীর্ঘ সময় ধরে এই প্লাটফর্মের সাথে যুক্ত আছি কিন্তু এত কম প্রাইজ এর আগে দেখিনি। স্টিম হলো আমাদের এক ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাই ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। জানিনা এর শেষ কোথায়। কিংবা নতুনভাবে কোন কিছুর শুরু হবে কিনা।


হঠাৎ করে স্টিম প্রাইজ কমে যাওয়ার কারণে দুশ্চিন্তা মনের মধ্যে বাসা বেধেছে। মনে হচ্ছে যেন সবকিছুই শেষ হয়ে গেল। আর এই অবস্থাতে সবাই হতাশায় পড়েছে। যারা যারা স্টিম হোল্ডার কিংবা স্টিমিট প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে তারা বুঝতে পারছে এই ভোগান্তি টা কতটুকু। আমরা যারা ক্ষুদ্র আয়ের মানুষ তাদের কাছে এই ভোগান্তি টা মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে।


যখন সবকিছুই অস্বাভাবিক হয়ে যায় তখন বেঁচে থাকার রাস্তাটাও বড্ড বেশি কঠিন হয়ে যায়। জানিনা সব কিছু স্বাভাবিক হবে কিনা। জানিনা আগের মত স্টিম নিজের পজিশনে আসতে পারবে কিনা। তবে যাই হোক না কেন এই ক্ষতিটা আসলে মেনে নেওয়ার মতো নয়। মনে হচ্ছে যেন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আজ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আসলে আর কোন উপায় নেই। খুবই চিন্তা আর হতাশায় ডুবে যাচ্ছি সময়ের সাথে সাথে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 3 days ago 

যেকোনো প্রজেক্ট এর মধ্যে আপ ডাউন থাকেই তবে বুদ্ধিমান হলো তারাই এই সময়গুলোতে তথা ডাউন হওয়ার সময়ে নিজের অবস্থানকে ত্বরান্বিত করার চেষ্টা করে এবং ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করে ধৈর্য রাখুন এবং বিশ্বাস রাখুন অবশ্যই মার্কেট ভালো হবে ইনশাআল্লাহ।

 2 days ago 

IMG_20251013_175837.png