শৈশব স্মৃতি- পুতুলের বিয়ে||

in আমার বাংলা ব্লগ4 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করবো। শৈশব স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পুতুলের বিয়ে:

doll-8231497_1280.jpg

Source


শৈশব মানেই জীবনের সুন্দর একটি অধ্যায়ের নাম। শৈশব মানেই সোনালী এক জীবনের গল্প। শৈশবের সেই সুন্দর মুহূর্ত গুলো যেন এখনো রঙিন হয়ে আছে। শৈশবের পুতুল খেলার স্মৃতি গুলো এখনো মনে পড়ে। বিভিন্ন রকমের পুতুল দিয়ে সাজিয়ে রাখতাম নিজের খেলার জায়গা। বিশেষ করে পড়ার টেবিলের এক কোনায় পুতুলের জন্য জায়গা করে নিয়েছিলাম। বই রাখার পাশাপাশি পুতুল থাকতো পড়ার টেবিলে। যখনই সুযোগ পেতাম পুতুল নিয়ে বসে পড়তাম।


পুতুল খেলতে যেমন ভালো লাগতো তেমনি পুতুলের জন্য নতুন নতুন শাড়ি এবং জামা কাপড় তৈরি করতে ভালো লাগতো। যখন দর্জির দোকানে জামা কাপড় বানাতে যেতাম তখন সেখান থেকে সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসতাম। সত্যি কথা বলতে পুতুলের নতুন নতুন জামা কাপড় তৈরি করতে অনেক ভালো লাগতো। আমার পাশের বাসার একটি মেয়ে ছিল সে মাঝে মাঝে আমার সাথে পুতুল খেলতো। তারও কয়েকটি পুতুল ছিল।


একদিন আমরা ঠিক করলাম পুতুলের বিয়ে দিব। বিয়ের জন্য সুন্দর করে ঘর সাজিয়েছিলাম আমরা। পুতুলের বিয়ে বলে কথা। তাদের জন্য নতুন জামা কাপড় তৈরি করেছিলাম। আর সেইসাথে ছিল খাওয়া-দাওয়ার আয়োজন। যারা আশেপাশে ছোট ছোট খেলার সাথী ছিল তাদেরকেউ দাওয়াত দিয়েছিলাম। আমাদের খাবারের আইটেমগুলো ছিল চানাচুর, বিস্কিট এবং মুড়ি মাখা।


বিয়ে বাড়ি বলে কথা। তাই উৎসবের কোন কমতি ছিল না। সবাই মিলে নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছিলাম। আসলে পুতুলের বিয়ের জন্য দারুন আয়োজন করেছিলাম। সবাই মিলে তো অনেক আনন্দে সময় কাটিয়েছিলাম। তবে যখন সবাই মিলে আমরা পুতুলের বিয়ে দিলাম এরপর মনে হচ্ছিল যেন সত্যি সত্যি বিদায়ের মুহূর্তটা চলে এসেছে।


যখন পুতুলটিকে বিয়ে দেওয়ার পর বিদায় দিয়েছিলাম তখন এতটাই খারাপ লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। পুতুলের বিয়ে দিয়েও মনে হয়েছে যেন আপন কেউ শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে। সেই স্মৃতিটা এখনো আমার মনে পড়ে। এরপর অবশ্য পরের দিন আবার নিজের পুতুল ফিরিয়ে এনেছিলাম। আসলে পুতুলের বিয়ের সেই সময়টা কিংবা আনন্দের মুহূর্তটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।