"অনু কবিতা ভালোবাসার বিচ্ছেদ"

in আমার বাংলা ব্লগ28 days ago (edited)

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি অনু কবিতা নিয়ে হাজির হয়েছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাতে শুরু করছি।


pexels-rdne-6669871.jpg
সোর্স

আজও মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে আঘাত পেয়ে মানুষ আজ পথে পথে ঘুরছে, আবার কেউ এই পৃথিবী মায়া ত্যাগ করছে, কেউবা অন্ধকার ঘরের একটি কোণে বসে বসে দিন কাটাচ্ছে। কি এই ভালোবাসা?কেন মানুষ এমনটি করে এর উত্তর হয়তোবা কারো জানা নাই। আমি মনে করি ভালবাসা হলো একটি মায়া। কোন ব্যক্তি যদি কারো প্রতি একবার মায়ায় পড়ে যায় তাহলে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। সভ্য সমাজের মানুষ জানে কারো মায়ায় পড়লে কাউকে ভালবাসলে সেখান থেকে বেরিয়ে আসা কতটা ভয়ঙ্কর হতে পারে। সবকিছু জেনেও আজও মানুষ একটি মানুষের মায়ায় পড়ে যায়। এই বিষয়গুলো নিয়েই আজ আমার এই কবিতাটি। তাহলে চলুন একনজরে কবিতাটি দেখে আসা যাক।

ভালোবাসার বিচ্ছেদ

সৈকত হালদার


কবে তুমি দিবে দেখা,

বসে আমি ভাবি একা।

একান্ত তুমি যে ছাড়া,

জীবন টা আজ দিশা হারা।


পারবো না ভুলতে তোমাকে,

যতই থাকো আড়ালেতে।

বলে ছিলে থাকবে পাসে,

সারাটি জীবন হাতটি ধরে।

আজ সে কথা কোথায় গেল,

কথা গুলা কি মিথ্যা ছিল।


হারিয়ে ফেলে সকল আশা,

তোমাকে নিয়ে বেধে ছিলাম বাসা।

নিয়ে গেলে তুমি শুন্য করে,

আর কী দিবো আমি তোমাকে।

হয় তো আমি গরিব ছিলাম

ভালোবাসা কী কম দিয়ে ছিলাম?


এক বার যদি বলে দিতে,

কী করলে পাবো তোমাকে।

চলে গেলে আজ একা করে,

পর মানুষের হাত টি ধরে।

তোমার স্মৃতিগুলো নিয়ে,

ঘরের একটি কোণে রয়েছি বসে।


আজো স্বপ্ন দেখি প্রতি রাতে,

আসবে তুমি আমার কাছে।

মন মানে না কোন বাধা,

জীবনটা আজ গোলক ধাঁধা।

হাসি মুখে দিও বিদায়,

পরো জনমে তোমাকে যেন পাই।


আজ কবিতাটি এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟