"ঘুরতে যে চায়ের আড্ডা"
হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।
আমরা বিকাল হতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি কল্যাণী রোডে ঘোরার উদ্দেশ্যে। আসলে এই রাস্তাটি এত সুন্দর তৈরি করা হয়েছে। রাইটিং করলে মনে হয় আমি কোন বিদেশের মাটিতে রাইটিং করছি। আর সন্ধ্যা হতেই এখানকার সৌন্দর্যটা আরো ফুটে ওঠে। ঘোরাঘুরি করে আমরা সন্ধ্যার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করি। হঠাৎ রাস্তার পাশে দেখতে পাই একটি জুয়েলারি দোকান উদ্বোধন হয়েছে। এটি আমাদের মধ্যমগ্রামে তৈরি করা হয়েছে। তাই ভাবলাম সেখান থেকে একটু ঘুরে আসা যাক। যেই ভাবা সেই কাজ সঙ্গে সঙ্গে চলে গেলাম জুয়েলারি দোকানে। এই জুয়েলারি দোকানে গোল্ডেনের থেকে ডায়মন্ডের কালেকশন বেশি ছিল। কোন কিছু কেনার উদ্দেশ্যে আমরা যাইনি গেছিলাম একটু ঘুরে দেখার জন্য। এখানে গেলে আমাদের আপ্যায়ন করেছিল উনারা। উনারা আমাদের একটু প্রচার করতে বলেছিল যেহেতু নতুন দোকান।
সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম বারাসাতে একটি কফি শপে। আমরা এই কফি শপে বেশিরভাগ সময় সময় কাটিয়ে থাকি। এখানে খাবারের মানটা অনেক ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে ঢুকতেই দেখলাম অনেক লোকের ভিড় জমে আছে ভাবলাম আজ হয়তো এখানে বসে কফি খাওয়া হবে না। তাই আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম কিন্তু ওখানকার ওয়েটার আমাদের বলল একটি টেবিল খালি হয়েছে আমরা ওখানে বসতে পারি। আমরা দেরি না করে সেই টেবিলে যার যার চেয়ারে বসে পড়লাম। টেবিলের পাশে একটি স্ক্যানার ছিল সেখানে মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যানার করে ওনাদের ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দের খাবারগুলো অর্ডার করলাম।
কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের আমাদের পছন্দের খাবার একে একে আসতে শুরু করলো।এই কফি শপে সুন্দর খাবারের ভিতর একটি হল চিকেন ললিপপ। এই খাবারটি আমার খেতে খুবই ভালো লাগে। আড্ডা দিতে দিতে খাবার গুলো কখন যে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। আমি একটা কথা সবসময় বলে থাকি। বাইরের খাবারগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই যতটা পারবেন বাইরের খাবার খাওয়ার থেকে এড়িয়ে চলবেন।
ক্যামেরা পরিচিত: oppo
ক্যামেরা মডেল: oppo A53s 5G
ক্যামেরা দৈর্ঘ্য:3.37mm
তারিখ:২৬.০৮.২০২৫
সময়:০৯.১২ মিনিট
স্থান: বারাসাত।