শারদীয়া কনটেস্ট ১৪৩২, সপ্তমীর ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি "আমার বাংলা ব্লগে" প্রতিবারের মতো এবারও শারদীয় কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। তাই এই কনটেস্টে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজ আমি সপ্তমীর ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে। তাই বিলম্ব না করে আমার পোস্ট লেখাটি শুরু করছি।


★★মহা সপ্তমী★★



থিমের নাম : অপারেশন সিঁদুর।
IMG20250930050549.jpg
"আপনারা যে প্যান্ডেলটির ছবি দেখতে পারছেন এটি তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়ার। এটি তৈরি করা হয়েছে ২২ এপ্রিল 2025 পেহেলগামের জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ মানুষ হত্যা হয়েছিল তার চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে"।

IMG20250930050600.jpg
"প্যান্ডেলটি পাহাড়ের আকৃতি দেওয়া হয়েছে যার উপরে লেজারের সাহায্যে অপারেশন সিঁদুর ভারত সৈনিকদের কিছু ভিডিও ক্লিপ এখানে ধারণ করা হয়েছে"।

IMG20250930050715.jpg
"প্যান্ডেলের ভিতরে ঢুকতেই চারিপাশে মার্শালের কিছু চিত্র ফুটে উঠবে চোখে"।

IMG20250930050926.jpg
"প্যান্ডেলের ভেতরের ঢুকতেই মন ছুয়ে যাবে। ভিতরে চারিপাশে রয়েছে মহাদেব, বিষ্ণু, নারায়ণ এর চারিপাশে জ্বলছে অগ্নি কুণ্ড"।

IMG_20251006_152552.jpg
"এই ছবিটি দেখলে আপনাদের মনে হবে যেন আকাশ ফেটে মহাদেবের ত্রিশূল ভূমিতে এসে পড়ছে"।

IMG20250930051118.jpg
"এর সামনেই রয়েছে মা দুর্গার প্রতিমা যেখানে মা দুর্গা রুদ্র রূপে ত্রিসুল হাতে মহিষাসুরকে বদ করছে। মায়ের রুদ্র রূপ দেখে গায়ের কাটা দিয়ে উঠল আমার*।


* মহাসপ্তমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:29/09/2025
লোকেশন


★★মহা সপ্তমী★★

থিমের নাম : চেতনায় রঙ্গিন আলপনা।

IMG20250929220702.jpg
"এই প্যান্ডেলটি তৈরি করেছে হিন্দুস্তান ক্লাব। এটি প্যান্ডেলে প্রথম প্রবেশ করার গেট। থিমের নামের সঙ্গে মিল রেখে তৈরি করেছে প্যান্ডেলটি। চারিদিকে আলোর ছড়াছড়ি রাস্তাঘাট সব যেন রঙ্গিন আলোতে সেজে উঠেছে"।

IMG20250929220819.jpg

"রাস্তার দু'পাশে রঙ্গিন আলোতে ঝিকিমিকি করছে তার ভিতর দিয়ে মাকে দর্শন করার জন্য হাজার মানুষ ছুটে চলেছে"।

IMG20250929220939.jpg

"এটি হলো দ্বিতীয় গেট এখানেও কিন্তু গোল্ডেন কালার দিয়ে একটি গেট তৈরি করা হয়েছে এবং সঙ্গে রয়েছে বিভিন্ন রঙের আলোকসজ্জা। ভিতরে প্রবেশ করতেই মনে হবে এ যেন কোন এক সোনার খনিতে পা রেখেছি"।

IMG20250929221003.jpg
"এই ছবিটি গেটের ভিতরের যেখানে আপনারা দেখতে পারছেন শুধু রঙ্গিন আলোর রূপসজ্জা"।

IMG20250929221105.jpg

IMG20250929221132.jpg
"রঙ্গিন আলোকসজ্জার ভিতরে মায়ের মুখ খানা আলোতে ঝিলমিল করছে। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আলোকসজ্জা পরিবর্তন হচ্ছে যার জন্য মায়ের মন্ডপ প্রতি সেকেন্ডে আলাদা আলাদা রূপে সেজে সেজে উঠছে"।

IMG20250929221200.jpg
"হিন্দুস্তান ক্লাব প্রতিবছর মাকে বিভিন্ন রূপে সাজিয়ে থাকে। যার জন্য এখানে মানুষের ভিড়টা ও প্রতি বছর লেগেই থাকে। দু থেকে তিন সেকেন্ডের বেশি এখানে ভলেন্টিয়ার দাদারা মন্ডপের সামনে দাঁড়াতে দিচ্ছে না।যার জন্য ভালোভাবে ছবিও তোলা যাচ্ছে না কিন্তু তারপরেও বছরে একটা মাত্র দিন মায়ের মুখ খানা দেখার সুযোগ পাই। আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের এই সুন্দর মুখ খানা দেখার জন্য তাই কষ্ট করে হলেও মায়ের ছবি তো তুলতেই হবে"।


* মহাসপ্তমীর ফটোগ্রাফি *
ক্যামেরা পরিচিতি: oppo
ক্যামেরা মডেল: oppo A79 5G
ক্যামেরা দৈর্ঘ্য:4.05mm
তারিখ:29/09/2025
লোকেশন

আজ পোস্টটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা করি।