শৈশব স্মৃতি- মেলায় গিয়ে লটারির টিকিট কেনার স্মৃতি||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। মেলায় গিয়ে লটারির টিকিট কেনার স্মৃতি আজ আমি সবার মাঝে তুলে ধরবো। সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতেও ভালো লাগে। আজকে আমি একটি মুহূর্ত শেয়ার করবো।
মেলায় গিয়ে লটারির টিকিট কেনার স্মৃতি:

source
ছোটবেলায় মেলায় যাওয়ার প্রতি আমাদের সবারই অনেক বেশি আগ্রহ কাজ করেছে। মেলায় যাওয়ার কথা শুনলেই দলবেঁধে মেলায় চলে গিয়েছি। দুপুরবেলাতেই আমরা মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে মেলার দূরত্ব খুব একটা কাছেও নয় আবার দূরেও নয়। প্রত্যেক বছর সেখানে মেলা অনুষ্ঠিত হয়। তাই প্রত্যেক বছরই মেলায় যাওয়া হয়েছে। স্কুল ছুটির পর বাড়ি ফিরেই মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি।
আমি এবং আমার চাচাতো ভাইরা সবাই মিলে মেলায় গিয়েছিলাম। সাথে অবশ্য আমার এক চাচা ছিলেন। উনি সবাইকে মেলায় নিয়ে গিয়েছিল। প্রত্যেকেই বাড়ি থেকে অল্প কিছু করে টাকা নিয়েছিল। যাতে মেলায় গিয়ে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতে পারে আর খেতে পারে। মেলায় গেলে মজার মজার খাবার খাওয়ার সুযোগ পাওয়া যায়। আর সেগুলো খেতেও ভালো লাগে।
সেদিন আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন মেলায় গিয়ে দেখি লটারির ব্যবস্থা করা হয়েছে। লটারিতে যেই জিনিসগুলো দেওয়া হবে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমাদের তো আর মন মানছিল না। তাই যেই টাকা নিয়ে মেলায় গিয়েছিলাম সেই টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলাম। অনেক সময় অপেক্ষা করতে হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল পেয়েছিলাম। লটারির টিকিটের মূল্য ছিল ৫ টাকা করে। সেই সময় ৫ টাকা আমাদের কাছে অনেক বেশি ছিল।
এরপর যখন লটারির বক্স থেকে একটি ছোট চিরকুট তোলা হলো সেখানে লেখা ছিল আমি একটি সাবান পেয়েছি। সাবান পেয়ে তো আমার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে লটারিতে কোন কিছু পাওয়ার আনন্দটাই আলাদা। অন্যদিকে আমার সাথে যারা গিয়েছিল তারাও ছোট ছোট কম বেশি জিনিসপত্র পেয়েছে। কেউ চকলেট পেয়েছে কেউবা সুঁই সুতো পেয়েছে। যারা লটারির আয়োজন করেছে তারা অল্প কিছু টাকা লাভের আশায় এই আয়োজন করেছে। সবাই কম বেশি কোন না কোন জিনিসপত্র পেয়েছে। সেদিনের লটারির সেই আনন্দটা এখনো অনেক মনে পড়ে। খুবই ভালো লাগে তখন।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1966888618339037562?t=rgBdaxdyJvlaupsRG68vTw&s=19
https://x.com/shopon700/status/1966888330060337521?t=5tZDXdriNDJsc8BCKmqe0w&s=19
আগে মেলায় গেলেই আমরা সবাই টিকিট কিনতাম। আসলে সেই শৈশবের স্মৃতি এখন অনেক মনে পড়ে। আপনারা নিশ্চয় অনেক আনন্দ করেছিলেন। বেশ ভালো লাগলো পোস্ট পড়ে। ধন্যবাদ আপনাকে।