শৈশবে নৌকা খেলা দেখতে যাওয়ার একটি স্মৃতি||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি একটি শৈশব স্মৃতি সবার মাঝে শেয়ার করব। শৈশবের স্মৃতি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। শৈশবে নৌকা খেলা দেখতে যাওয়ার একটি স্মৃতি আজকে তুলে ধরবো।

শৈশবে নৌকা খেলা দেখতে যাওয়ার একটি স্মৃতি:

boat-1014711_1280.jpg

source


নৌকা খেলা দেখতে খুবই ভালো লাগে। নৌকা খেলা যখন হয় তখন প্রতিযোগিতা শুরু হয়। নৌকা খেলা দেখতে গিয়েছিলাম অনেকদিন আগে। বড় হওয়ার পরেও অবশ্য কয়েক বার নৌকা খেলা দেখেছি। তবে ছোটবেলার সেই আনন্দ এখনো ভোলার মত নয়। আমার বাসার কাছে খুব একটা বড় নদী নেই। তাই অনেক দূরের রাস্তা পাড়ি দিতে হয়েছে নৌকা খেলা দেখতে যাওয়ার জন্য।

তবে মজার ব্যাপার হচ্ছে যেখানে নৌকা খেলা অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে আমার নানাবাড়ি খুবই কাছে ছিল। তাই চাচাতো ভাই দের সাথে নিয়ে প্রথমে নানা বাড়িতে গিয়েছিলাম। যেহেতু ছোট ছিলাম তাই একা একা যেতে দিতে চাইছিল না কেউ। অবশেষে সাথে আমার বড় ভাই কেউ নেওয়া হয়েছিল। আমি আমার বড় ভাই এবং কয়েকজন চাচাতো ভাই চলে গিয়েছিলাম প্রথমে নানা বাড়ি।

এরপর দেখতে পেলাম দলে দলে মানুষজন যাচ্ছে নদীর ঘাটের দিকে। নানা বাড়ি থেকে নদীর ঘাট খুব একটা দূরে নয়। সম্ভবত ২ কিলোমিটার হবে। আমরাও সবার সাথে নদীর ঘাটে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি একেবারে এলাহী কারবার। নৌকাগুলো সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন রং দিয়ে নৌকাগুলো ডিজাইন করা হয়েছে।

সারি সারি নৌকা সাজিয়ে রাখা হয়েছে। আর নির্দিষ্ট সময়ে নৌকা বাইচ শুরু হয়ে যায়। কোন নৌকার আগে কোনটা যাবে এটা দেখার জন্য সবাই অপেক্ষা করছিল। এরপর শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। দুইটি দলের মাঝে লড়াইটা জমে উঠেছিল। সেই সাথে মাঝিদের গলায় গান ভেসে আসছিল। এরপর বিজয়ী দল আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। নৌকা খেলা দেখার সেই আনন্দটা এখনও অনেক মিস করি।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।