জেনারেল রাইটিং:- "আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। আপনি যদি প্রক্রিয়াটি ..............

in আমার বাংলা ব্লগ3 days ago

জেনারেল রাইটিং:- "আমি ব্যর্থতায় বিশ্বাস করি না। আপনি যদি প্রক্রিয়াটি উপভোগ করেন তবে এটি ব্যর্থতা নয়।"

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250722_081240_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ব্যর্থতা খুবই ভিন্ন রকমের একটা জিনিস। ব্যর্থতা কখনোই আমাদেরকে আমাদের চলার পথে থামিয়ে দেওয়ার জন্য আসে না। বরং ব্যর্থতা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এরকম অনেক সময় হয়ে থাকে একটা মানুষ ব্যর্থ হলে চেষ্টা থামিয়ে দেয়। আর সে এরকমটা করে থাকে কারণ সে একজন ধৈর্যহীন মানুষ। সেভাবে এই কাজটা যেহেতু একবার হয়নি তাহলে কখনোই হবে না আর সে কখনো করতেও পারবেনা। আসলে মানুষের কথার মধ্যে তারা অসম্ভব বিষয়টা নিয়ে আসে। কিন্তু মানুষের চিন্তা ভাবনা গুলোকে সবার আগে চেঞ্জ করা দরকার।

আমাদের জীবনে আমরা যতবারই চলার পথে ব্যর্থ হই না কেন, সেই ব্যর্থতার জন্য থেমে গেলে একেবারেই চলবে না। বরং ব্যর্থতাকে বিশ্বাস না করাই ভালো। সেই ব্যর্থতা কে আমাদেরকে উপভোগ করে ওখান থেকে আরো অনেক কিছু শিখে এগিয়ে যেতে হবে। আমরা ব্যর্থতার থেকে অনেক কিছু শিখতে পারি। তবে বেশিরভাগ মানুষ ব্যর্থতা থেকে কোনো কিছুই শিখতে চায় না। আমরা যদি চলার পথে ব্যর্থ হই তার মানে এটা দাঁড়ায়, আমাদের এগিয়ে যাওয়ার পথে কোনো না কোনো ক্ষুত অবশ্যই রয়েছে। তাই বলে থেমে যাওয়া নয় সেই সমস্যার সমাধান করতে হবে।

এর ফলে কিন্তু আমরা পরবর্তীতে যখন আবারো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, তখন আমাদের পথ আরো বেশি সহজ হয়ে যাবে। আমরা তখন আরো অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবো। আর একটা কাজে অভিজ্ঞতা অর্জন করলে তার প্রতি ধারণা আমাদের আরও অনেক বেশি থাকে। এভাবে আমরা যতবার ব্যর্থ হবো ততবার অনেক কিছু শিখতে পারবো। আর এসব কিছুর মাধ্যমে আমাদের পথ চলা হয়ে যাবে, আরো বেশি সুন্দর এবং আরো বেশি সহজ। ব্যর্থতাকে বিশ্বাস না করার বিষয়টাকে উপভোগ করলে সেটা ব্যর্থতা হয় না বরং সফলতা হয়ে আমাদের জীবনে ধরা দিবে।

আমরা অনেক সময় অনেক কিছু পাওয়ার জন্য চেষ্টা করি কিন্তু পাই না। না পাওয়া জিনিস গুলোর প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি থাকে। কিন্তু দিনশেষে দেখা যায় তার থেকেও ভালো কিছু আমরা পেয়ে থাকি। এজন্য কোনো কিছুতেই আমাদেরকে নিরাশ হলে চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই নিরাশ করেন না। বরং আমরা নিজেরাই নিরাশ হয়ে থেমে যাই জীবনে এগিয়ে চলার মাঝপথে। যেটা আমরা পাইনা তা নিয়ে বেশি আফসোস করা একদমই উচিত নয়। বরং আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে।

এরকমটা ব্যর্থতার ক্ষেত্রেও হয়ে থাকে। একবার দুবার ব্যর্থ হয়েছি বলে, সেই কাজে হাল ছেড়ে দিলে আমাদের হবে না। এরকমটা না করে ব্যর্থতা থেকে অনেক কিছু শেখার জন্য চেষ্টা করতে হবে। যেন আমাদের আগামী দিনের পথচলা আরো বেশি সুন্দর হয়। আমাদের জীবনটা অনেক অদ্ভুত। একটা সমস্যার সমাধান করার আগে আরেকটা সমস্যা এসে হাজির হয়। যদি আমরা থেমে যায় তাহলে আরো অনেক সমস্যা এসে দাঁড়াবে। এজন্য মাথা ঠান্ডা রেখে চেষ্টা করতে হবে। সেই সমস্যা গুলোর সমাধান অবশ্যই রয়েছে। এজন্যই ব্যর্থতাকে মেনে নেওয়া উচিত নয়। একে বিশ্বাস না করে এগিয়ে যাওয়া উচিত।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Absolutely inspiring, @tasonya! I love how you've framed failure not as an ending, but as a valuable learning experience. The quote "I don't believe in failure. If you enjoy the process, it's not a failure" really resonates. Your point about needing to change our mindset and persevere is so important.

It's wonderful to see your passion for art, travel, and cooking shining through in your introduction too. You clearly embrace life and inspire others to do the same! Thanks for sharing this motivational message and your personal touch. I hope many steemians read and learn from your words. What is the biggest lesson failure has taught you?

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 3 days ago 

বাহ,সুন্দর লিখেছেন ব্যর্থতা নিয়ে।আসলেই আমারও মনে হয় ব্যর্থ মানেই সবকিছু বৃথা নয় তা থেকে সামনে এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করা সম্ভব।ধন্যবাদ আপু।

 2 days ago 

আমার লেখাগুলো পড়েছেন দেখে ভালো লাগলো।

 3 days ago 

আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই প্রশংসনীয়! ব্যর্থতা বলে আসলে কিছু নেই—শুধু শেখার সুযোগ আছে। আপনার এই মানসিকতা অনেককে অনুপ্রাণিত করবে।সফলতার চেয়ে প্রক্রিয়ায় আত্মবিশ্বাস রাখাই আসল জয়। আপনি ঠিক বলেছেন—ভুল বা বাধা আমাদের পরবর্তী স্তরে নিয়ে যায়।

 2 days ago 

চেষ্টা করেছি ব্যর্থতা নিয়ে সুন্দর একটা পোস্ট লেখার জন্য।

 3 days ago 

Screenshot_2025-07-22-18-20-18-19_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg