জেনারেল রাইটিং:- "যে নিজেকে বিশ্বাস করে, তাকে কেউ থামাতে পারে না।"

in আমার বাংলা ব্লগ2 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20251025_184746_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রতিটা মানুষের উচিত সবসময় নিজের উপর বিশ্বাস রাখা। কারণ নিজের উপর বিশ্বাস না থাকলে, কেউ কখনো সাফল্য অর্জন করতে পারবে না। এখন তো আর প্রথম শর্ত হচ্ছে নিজের উপর বিশ্বাস করা। আর এই শর্ত আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। যদি আমাদের নিজের উপরে বিশ্বাস থাকে, তাহলে খুব ভালোভাবে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হবো। সর্বপ্রথম আমাদেরকে নিজের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। কারণ আমরা যদি আমাদের ক্ষমতা সম্পর্কেই ধারণা না রাখি, তাহলে কিভাবে পারব সফলতার দিকে যেতে। আমাদের ক্ষমতা যদি আমরা জানি তাহলে কোন বাধা আমাদেরকে ধরে রাখতে পারবে না।

আমাদের আত্মবিশ্বাস আমাদেরকে অনেক কিছু করতে সবথেকে বেশি সাহায্য করে। কোনো কিছুই অসম্ভব হয় না তখন। আমরা অনেক সময় অনেক কাজ করতে গেলে মনে করি, সেই কাজটা আমাদের দ্বারা কখনোই সম্ভব নয়, এটা একদম অসম্ভব। কিন্তু আমাদের নিজের উপর যত আত্মবিশ্বাস থাকে তাহলে সেই অসম্ভব হবে সম্ভব। আমাদের সবার উচিত ব্যর্থতা থেকে নতুন কিছু শেখা। একমাত্র বিশ্বাসের কারণেই কিন্তু আমরা ব্যর্থতা থেকেই নতুন কিছু শিখতে পারি। যাদের নিজের উপর বিশ্বাস থাকে না, তাদের জীবনে ব্যর্থতা আসলে তারা আর এগিয়ে যেতে পারে না। তারা ওখানেই থেমে যায়।

সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের উপর ভরসা রাখা। অন্য কারোর উপরে ভরসা না রেখে, সবার আগে নিজের উপর ভরসা রাখতে শিখতে হবে প্রতিটা মানুষকে। নিজেদের উপর যদি আমরা ভরসা রাখি, তাহলে আমরা পুরো পৃথিবীটাকেও জয় করতে পারব। নিজের উপর ভরসা রাখতে হবে, কখনো সেই ভরসা দূরে ঠেলে দিলে চলবে না। ভরসার মাধ্যমে আমরা পুরো পৃথিবীটাকেও বদলে দিতে পারব। যে কোনো কাজে যে যতই না বলুক না কেন, আমাদের মনের ভিতরে অবশ্যই হ্যাঁ শব্দটাকে রাখতে হবে। না হলে আমরা সাফল্য অর্জন করতে পারব না।

সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় আমাদের সেই পথটাকে অনেক বেশি অন্ধকার মনে হয়। কিন্তু আমাদের নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে আমাদের আত্মবিশ্বাস সেই পথটাকে অনেক বেশি আলোকিত করে দেয়। আর এই আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা আলো পাই এবং খুব ভালোভাবে সামনের দিকে দেখেশুনে এগিয়ে যেতে পারি। আমাদের নিজেদের উপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে আমাদের ভবিষ্যতের উপরেও কখনো আস্থা থাকবে না। কিন্তু নিজেদের উপর বিশ্বাস থাকলেই ভবিষ্যতের উপর আস্থা থাকবে। তাই সব সময় নিজের উপরে বিশ্বাস রাখতে হবে।

যাদের নিজের উপর কোনরকম বিশ্বাস নেই তারা সব সময় ভয়কে দেখে। কিন্তু যাদের নিজের উপরে বিশ্বাস রয়েছে তারা সবসময় লক্ষ্যকে দেখে ভয় কে দেখেনা। ভয়কে আমরা যদি দেখি তাহলে কিন্তু কখনোই আমরা আমাদের লক্ষ্যকে দেখতে পাবো না। আর আমাদের লক্ষ্য আমরা পূরণ করতে পারব না। নিজের ওপারে বিশ্বাস রাখলে সেটা আমাদের সাফল্যের ডানা হয়ে আসে। যেই ডানার মাধ্যমে আমরা আমাদের সাফল্যের মূল দরজায় গিয়ে পৌঁছাতে পারবো। আর খুব ভালোভাবে আমরা সাফল্য অর্জন করতে পারব। এজন্য নিজের উপরে বিশ্বাস রাখুন। আর নিজের লক্ষ্যের দিকে নজর দিন। কে কি বলছে তার দিকে নজর না দেওয়াই ভালো।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.