জেনারেল রাইটিং:- "যে ধৈর্য ধরতে জানে, সে যা চায় তার চেয়ে বেশি পায়"

in আমার বাংলা ব্লগ2 days ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20250818_094742_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

ধৈর্য এমন একটা জিনিস যেটা প্রতিটা মানুষের মধ্যে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষ ধৈর্য ধরতে জানে সে জীবনে সফলতা অর্জন করতে পারে। প্রতিটা মানুষের উচিত ধৈর্যশীল হওয়া। ধৈর্যশীল মানুষ অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে পারে। আর এই জন্যই তো তারা যেকোনো সুযোগকে হাতছাড়া করতে চায়না। ধৈর্যশীল মানুষগুলো সব সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করে। আর তারা যে কোনো কিছুতেই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেয় না এবং কি তাড়াহুড়ো করে না।

আর এই জন্য তাদের সব রকমের সিদ্ধান্ত সঠিক এবং বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। তারা ধৈর্য ধরে সব সময় থাকার জন্য চেষ্টা করে কখনোই হাল ছেড়ে দেয় না। তাদের এই ধৈর্যের ফল তারা অনেক ভালোভাবেই পেয়ে থাকে। তাদের ধৈর্যের ফলগুলো হয়ে থাকে তাদের প্রত্যাশা থেকেও অনেক বেশি ভালো। একটা মানুষ যতটুকু প্রত্যাশা করে তার থেকেও বেশি লাভবান হয়ে থাকে যদি সে ধৈর্য ধরে। এইজন্য ধৈর্য ধরাটা সবথেকে বেশি জরুরী একটা বিষয়। ধৈর্য শুধু মানুষকে এগিয়ে যেতে নয় বরং ধৈর্য একটা মানুষকে আত্মনিয়ন্ত্রণ করতে ও শেখায়।

সে নিজের সবকিছুকে অনেক সুন্দর ভাবে গুছিয়ে করতে পারে। একজন ধৈর্যশীল ব্যক্তির কাছে সবকিছু একটু ভিন্ন রকমের মনে হয়। কিন্তু একজন ধৈর্যহীন মানুষ কখনোই সফলতার সম্মুখীন হতে পারে না। কারণ তারা মনে করে ধৈর্য ধরা মানেই হচ্ছে সময় অপচর করা। কিন্তু এ ধরনের মানুষগুলোর সময়কে সঠিকভাবে কাজে লাগাতেই পারে না। একজন ধৈর্যহীন মানুষকে কখনোই কেউ বিশ্বাস করে না। তাদেরকে অন্যরা ভরসা করতে পারে না। কিন্তু একজন ধৈর্যশীল ব্যক্তিকে সবাই ভরসা করে। আর অন্যদের এই ভরসা তাদেরকে আরো বেশি এগিয়ে যেতে সাহায্য করে।

ধৈর্যশীল মানুষগুলো চাপ মোকাবেলায় অনেক বেশি দুঃখ হয়ে থাকে। এই ধরনের মানুষগুলো দীর্ঘ সময়ের চ্যালেঞ্জে কখনোই মনোবল হারায় না। বরং তারা মনোবল আরো বেশি করে পেয়ে থাকে। ধৈর্যশীল মানুষগুলো তাড়াহুড়া ভাবে কোনো কিছু না করার কারণে তাদের ভুল হয়ে থাকে খুবই কম। আর তাদের ভুল হওয়ার সম্ভাবনা ও কিন্তু অনেক বেশি কম থাকে। যার মাধ্যমে তারা সিদ্ধান্তগুলো সুন্দর ভাবে নিতে পারে। হঠাৎ করে যে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নিলে একটু বেশি বেটার হয়।

ধৈর্যশীল মানুষগুলোর অনেক বেশি অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। তারা এই সময়টাতে অনেক কিছুই শিখে থাকে। আর তাদের এই বিষয়গুলো ভবিষ্যতে কিন্তু অনেক বেশি পরিমাণে কাজে লাগে। যার মাধ্যমে তাদের জীবনে আরো ভালো কিছু হয়ে থাকে। দীর্ঘ অপেক্ষার পর তারা যখন ভালো একটা ফলাফল অর্জন করতে সক্ষম হয়, তখন তার মধ্যে যে তৃপ্তিটা রয়েছে, সেটা সঙ্গে সঙ্গে সফলতা অর্জন করলে পাওয়া যায় না। ধৈর্য ধরে সফলতা অর্জন করার মধ্যে আলাদা রকমের একটা আনন্দ থাকে, যেটা কখনো কাউকে বলে বোঝানো সম্ভব হয় না। তাই আমাদের সবার উচিত ধৈর্য ধরা।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 days ago 

Screenshot_2025-08-18-14-19-58-06_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

Screenshot_2025-08-18-14-24-26-04_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

Screenshot_2025-08-18-14-27-21-46_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

আপু আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে ধৈর্য এমন একটি জিনিস যা সবার মধ্যে এই জিনিসটি নেই।আমরা যারা ধৈর্য ধারণ করতে পারি তারা খুব সুন্দর ভাবে কিন্তু সামনে এগিয়ে যেতে পারি।আমরা কোন সিদ্ধান্ত নিতে গেলে ভেবে চিনতে ধৈর্য সহকারে সেই সিদ্ধান্ত নিতে পারি।যাইহোক পুরো পোস্ট টি পড়ে অনেক ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 7 hours ago 

হ্যাঁ ধৈর্য সবার মধ্যে থাকে না। আমার পুরো পোস্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

সত্যিই চমৎকার বলেছেন! ধৈর্য শুধু কাঙ্ক্ষিত ফলই আনে না, বরং আমাদের অভিজ্ঞতা ও পরিপক্বতাও বাড়িয়ে দেয়। জীবনে এটা প্রমাণিত হয়েছে বারবার।আপনার এই পোস্টটি আমাকে স্মরণ করিয়ে দিল যে, প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসগুলো গড়ে উঠতে সময় নেয় - যেমন মুক্তা বা হীরা। ধৈর্য সত্যিই সবচেয়ে বড় গুণ।

 7 hours ago 

ধৈর্য আসলেই অনেক বড় একটা গুন।