জেনারেল রাইটিং:- "পরিশ্রমই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় "

in আমার বাংলা ব্লগ8 hours ago

Pink Green Organic Don't Waste Your Energy Quote Instagram Post_20251017_222913_0000.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

আমরা সবাই সব সময় স্বপ্ন দেখি। তবে এই স্বপ্ন সেই স্বপ্ন নয় যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। বরং এটা হচ্ছে সেই স্বপ্নের যে স্বপ্নটা আমাদেরকে ঘুমাতে দেয় না। আমাদের সবারই এরকম অনেক স্বপ্ন থাকে যেগুলো আমরা নিজের জীবনে পূরণ করতে চাই। স্বপ্ন ছাড়া কখনো কেউ মানুষ থাকতে পারে না। আমরা এরকম অনেক স্বপ্নই দেখি প্রতিনিয়ত। আর আমরা আমাদের দেখা সেই স্বপ্নগুলোকে তখনই পূরণ করতে পারি, যখন আমরা সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিশ্রম করি। পরিশ্রমের মাধ্যমে স্বপ্নগুলোকে পূরণ করা সম্ভব। কিন্তু যদি পরিশ্রম না করি, তাহলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবে রূপ নেবে না।

যে মানুষটা পরিশ্রম করে না সে কখনো নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে না। কিন্তু যে মানুষ অনেক বেশি পরিশ্রম করে, সে অবশ্যই স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। কথায় আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। আর এই কথাটা একদম সত্যি। আপনি যদি পরিশ্রম না করেন, তাহলে কিভাবে সাফল্য অর্জন করবেন?? সব সাফল্যের পেছনে হাজারো পরিশ্রম লুকিয়ে থাকে। যদি পরিশ্রম না করা হয় তাহলে সেই স্বপ্ন রঙিন কল্পনা হয়ে থেকে যাবে আমাদের মনে সারা জীবনের জন্য। কিন্তু সেই স্বপ্নটা যদি আমরা পূরণ করতে চাই, তাহলে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের পরিশ্রম।

নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছু কখনোই সম্ভব হতে পারে না। চেষ্টার মাধ্যমে মানুষকে এগিয়ে যেতে হয় অনেক দূর। আর আমাদের চেষ্টার মাঝে লুকিয়ে থাকে হাজারো সফলতা। চেষ্টা করলে একদিন আমরা সফলতার মুখ অবশ্যই দেখবো। একমাত্র পরিশ্রমই আমাদের কে আমাদের ভাগ্য গড়ার ক্ষমতা দেয়। আর অন্য কোনো কিছুই আমাদেরকে আমাদের ভাগ্য গড়ার ক্ষমতা দেয় না। তাই আমাদেরকে সব সময় পরিশ্রম করতে হবে। আজকে আমরা পরিশ্রম করছি মানে কালকে আমরা সফলতা দেখতে পাবো।

সাফল্যের জন্য সব থেকে বড় বিনিয়োগ হচ্ছে ঘাম। ঘাম ঝরানো মানেই হচ্ছে সাফল্যের জন্য বিনিয়োগ করা। পরিশ্রম ছাড়া কখনোই কোন কিছু সম্ভব হয় না। আমরা আমাদের আশেপাশে থাকা সফল ব্যক্তিদেরকে দেখলেই বুঝতে পারবো তারা কিভাবে আজকে সফল হয়েছে। তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করেছে এজন্যই সফল হতে পেরেছে। আপনার পূরণ করার জন্য ঘুমের দরকার নয় বরং কাজের দরকার । যে কাজের মাধ্যমে আমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারব। স্বপ্ন আর বাস্তবতার মাঝে পরিশ্রম সেতুবন্ধন। তাই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রম করা জরুরী।

আমরা আমাদের করা পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাবো। যত বেশি পরিশ্রম আমরা আজকে করবো, তত ভালো ফল আমরা কালকে অর্জন করতে পারব। আর আমাদের সেই পরিশ্রমের ফল হবে অনেক বেশি মিষ্টি। যেটা আমরা কল্পনাও করতে পারিনা। অভিরাম পরিশ্রম করছে স্বপ্ন পূরণের জন্য মূল চাবিকাঠি। আমাদেরকে সেই মূল চাবিকাঠি টা ব্যবহার করতে হবে। স্বপ্নকে যদি বাস্তবে রূপ দিতে চান তাহলে অনেক বেশি পরিশ্রম করুন। ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকুন, চেষ্টা করতে থাকুন। তাহলে আপনি আপনার স্বপ্নকে অবশ্যই বাস্তবে রূপ দিতে পারবেন।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemX

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি
Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 7 hours ago 

আপনি অনেক দক্ষতার সাথে কথাগুলো তুলে ধরেছেন আপু। পরিশ্রম আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয়।