অনু গল্প- একটি দুর্ঘটনা||
আসসালামু-আলাইকুম/আদাব।
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ দীর্ঘদিন পর একটি অনুগল্প নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা অনুগল্প পড়তে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই পোস্ট। আশা করছি সবার ভালো লাগবে।
একটি দুর্ঘটনা:

source
বউ সেজে বসে আছে নিপা। দীর্ঘদিনের ভালোবাসার মানুষটিকে আজ সারা জীবনের জন্য নিজের করে পেতে চলেছে সে। অনেক ত্যাগ তিতিক্ষা পার করে তারা দুটি পরিবারকে রাজি করিয়েছে। নিপা আর রাজু অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসতো। কিন্তু পারিবারিকভাবে তাদের ভালোবাসাটা স্বীকৃতি পাচ্ছিল না। নিপা আর রাজু যখন কলেজে পড়তো তখন থেকে তাদের পরিচয় হয়। তাদের পরিচয়টা বন্ধুত্ব দিয়ে শুরু হলেও শেষ পরিণতি হয় ভালোবাসায়।
নিপা মধ্যবিত্ত ঘরের মেয়ে। তার বাবা সামান্য কৃষক। অন্যদিকে রাজুর বাবা অনেকটা প্রভাবশালী বলা যেতে পারে। তাই রাজুর বাবা কিছুতেই নিপাকে মেনে নিতে চাচ্ছিলেন না। কিন্তু রাজু অনেক চেষ্টার পর এই বিয়েতে সবাইকে রাজি করায়। নিপাকে দেখতে যেদিন প্রথম রাজুর বাড়ির সবাই গিয়েছিল সেদিন রাজুর খুবই ভয় লাগছিল। সে ভেবেছিল হয়তো ভুল কিছু হয়ে যেতে পারে। কিন্তু অবশেষে তাদের বিয়েটা ঠিক হয়ে যায়।
এরপর থেকে দুজনের মধ্যে সম্পর্কটা আরও বেশি গভীর হতে শুরু করে। রাত জেগে ফোনে কথা বলা সারাক্ষণ একে অন্যের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে সবকিছু যেন আরো বেড়ে যায়। সেই সাথে ঘনিয়ে আসে বিয়ের দিন। সময় যেন কাটছিলই না। দুজনের মাঝে অন্যরকমের আনন্দ কাজ করছিল। আর অপেক্ষার প্রহর যেন কিছুতেই শেষ হচ্ছিল না।
দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্খিত দিন। বরযাত্রী বেরিয়ে পড়েছে সেই খবরটা নিপা জানতে পেরেছে। নিপা বউ সেজে অপেক্ষা করছে তার প্রিয় মানুষটির জন্য। কিন্তু হঠাৎ এক ফোন কল সেই সবকিছুই তছনছ করে দিল। বরযাত্রী রোড এক্সিডেন্ট করেছে। আর ঘটনাস্থলে রাজু সহ কয়েকজন মারা গিয়েছে। আর কয়েকজন মানুষের অবস্থা আশঙ্কা জনক। রাজুর আর বধু বেশে নিপাকে দেখা হলো না। তার প্রিয় মানুষটিকে আর নিজের করে পাওয়া হলো না। একটি দুর্ঘটনা সব স্বপ্ন নিমিষেই শেষ করে দিল।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1969068680987267580?t=y1efqdpJR31W0WZLDBHvCQ&s=19
https://x.com/shopon700/status/1969064196038914326?t=evHxv1eUyPue7YMPtyhLIg&s=19