জেনারেল রাইটিং-শুক্রবার মানেই ব্যস্ততা||

in আমার বাংলা ব্লগ17 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। আজ আমি আমার একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। মাঝে মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আজকে আমি আমার অনুভূতির বহিঃপ্রকাশ এই পোষ্টের মাধ্যমে করবো। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট দেখে নেয়া যাক।

শুক্রবার মানেই ব্যস্ততা:

sunset-5556925_1280.jpg

source


শুক্রবার মানে অন্য রকমের ব্যস্ততার দিন। শুক্রবারে সবাই যে যার মত ব্যস্ত সময় কাটায়। সকালবেলায় ঘুম থেকে উঠেই নিজের প্রয়োজনীয় কাজকর্ম শেষ করে জুম্মার নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। শুক্রবারে অনেক কাজ বাকি থাকে। পুরো সপ্তাহ জুড়ে আমরা ব্যস্ত সময় কাটাই। আর সপ্তাহ শেষে যখন ছুটির দিন আসে তখন ব্যস্ততা আরও বেড়ে যায়। শুক্রবার মানে অনেক রকম আয়োজন। আর শুক্রবার মানেই অনেক বেশি ব্যস্ততা।

পুরো সপ্তাহের কাজগুলো যেন শুক্রবারের অপেক্ষায় থাকে। আর সেই কাজগুলো শেষ করতে করতেই দিনের অর্ধেকটা শেষ হয়ে যায়। শুক্রবারে অনেক রকমের কাজের সাথে জড়িত থাকতে হয়। মাঝে মাঝে সেই কাজগুলো করতেই সারাদিন কেটে যায়। এরপর জুম্মার নামাজ পড়তে যাওয়া আর দুপুর বেলায় সবার সাথে সময় কাটানো সবকিছু মিলিয়ে যেন শুক্রবারের দিনটি আরো বেশি ভালোভাবে কেটে যায়।

যখন ছোট ছিলাম তখন শুক্রবারের আনন্দটাই অন্যরকমের ছিল। স্কুল যেতে হতো না সবকিছুই বন্ধ থাকতো। আর সেই সময় অনেক বেশি আনন্দে কাটানো যেত। এখন বড় হওয়ার পর ব্যস্ততা যেমন বেড়ে গেছে তেমনি ব্যস্ততার সাথে সাথে সময় গুলো বদলে গেছে। আর সেই সময়গুলোতে আর সেভাবে শুক্রবারের আনন্দ উদযাপন করা হয় না। ছোটবেলার আনন্দের দিনগুলো এখন অনেক মনে পড়ে। কিন্তু সময় বদলে যাওয়ার সাথে সাথে সবকিছুই বদলে গেছে।

শুক্রবারের সকাল থেকেই দিনটা অনেক ব্যস্ততার মধ্যে কেটে গেল। দেখতে দেখতে দিনের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর মনে হচ্ছে যেন ছুটির দিনটা খুব দ্রুতই ফুরিয়ে গেল। আসলে শুক্রবারে অনেক কাজের চাপ থাকে আর নিজের প্রয়োজনীয় কাজগুলো করতে করতেই সময় দ্রুত হারিয়ে যায়। ছোটবেলার মতো এখন আর শুক্রবারের আনন্দ খুঁজে পাওয়া যায় না। আর ব্যস্ততার মধ্যেই শুক্রবারের দিনটি কেটে গেল। তো বন্ধুরা আমার অনুভূতি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.025563541843039 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 17 days ago 

1750424372396.png

 16 days ago 

ভাই আপনি খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে ছোটবেলায় যখন সপ্তাহে এই একটি দিন পেতাম তখন আমরা অনেক আনন্দ করতাম।কিন্তু এখন বড় হওয়ার কারণে শুক্রবার দিনটা আরো বেশি ব্যস্ততার মাঝে চলে যায়।যাইহোক আপনার পুরো পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 15 days ago (edited)

একদম তাই ভাই শুক্রবারে অনেক বেশি ব্যস্ততায় কাটে। আর যখন ছোট ছিলাম তখন শুক্রবার আনন্দে কেটে যেত।