অনু-কবিতা: স্বরচিত এক গুচ্ছ অনু-কবিতা
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি অনু-কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।

অনু-কবিতা :১
শহরের রাত, নিয়ন আলোয় মাখা,
ঘুমহীন চোখে স্বপ্ন আঁকা।
ব্যস্ত ফুটপাথ, ধূসর ধোঁয়া,
হারিয়ে যাওয়া সুর, স্মৃতির বোঝা।
অনু-কবিতা :২
নির্জন পথ, আমি একা পথিক,
অচেনা গন্তব্যে হেঁটে চলি দিক-বিদিক।
ধুলো ওড়ে, মন কাঁদে,
তবুও আশা বাঁচে, বাঁচার তাগিদে।
অনু-কবিতা :৩
ধুলো জমা পুরনো বই,
পাতা উল্টাই, কথা কই।
গল্পের পাতায় হারাই আমি,
পুরনো দিনের স্মৃতি দামী।
অনু-কবিতা :৪
বৃষ্টি ভেজা দিন, মন উদাস,
জানালায় বসে দেখি আকাশ।
এক ফোঁটা জল, এক ফোঁটা গান,
ভেসে যায় সব অভিমান।
অনু-কবিতা :৫
ধোঁয়া ওঠা চায়ের কাপ,
ঠোঁটে ছোঁয়াই, ভুলে যাই তাপ।
এক চুমুকে শান্তি খোঁজা,
জীবন মানেই একটু বোঝা।
এই অনু কবিতাগুলো হয়তো খুব ছোট, কিন্তু এদের প্রতিটির মধ্যে লুকিয়ে আছে একটি গল্প, একটি প্রশ্ন বা একটি নিষ্পাপ অনুভূতি। কবিতা লিখতে গেলে বড় হওয়ার দরকার নেই, দরকার শুধু মনের গভীরে ডুব দেওয়ার সাহস।এই অনু কবিতাগুলো রচনার সময় আমি অনুভব করেছি -কবিতা আসলে কোনো বিশেষণ নয়,এটি একটি ক্রিয়া,একটি শ্বাস-প্রশ্বাসের মতো প্রাকৃতিক প্রক্রিয়া।আপনিও চাইলে লিখে ফেলতে পারেন আপনার মনের কথা-একটি লাইন, দুটি লাইন,কিংবা শুধুই একটি শব্দ যা আপনাকে স্পর্শ করে গেছে।
"কবিতা হলো নিঃশব্দের ভাষা,
যে ভাষা সবাই বোঝে কিন্তু কেউ বলে না।"
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Daily Task:👇
Comment Link:👇
1.https://x.com/Moto5g638776/status/1926669644909121657?t=KQgHhj88bSXWCWGuK2hqHw&s=19
2.https://x.com/Moto5g638776/status/1926670037181452600?t=oQUVYfn2Ti1KzUTOPGTb0A&s=19
আমার কাছে এরকম ছোট ছোট কবিতা গুলো পড়তে বেশ ভালই লাগে। আপনি দেখছেন আজকে বেশ কয়েকটি অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। কবিতার লাইন গুলো একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
ভাইয়া আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ভাইয়া আপনি।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনি চমৎকার সুন্দর কিছু অনু কবিতা রচনা করেছেন। বাস্তব জীবনের সঙ্গে প্রকৃতির অনেক সুন্দর মেলবন্ধন করেছেন। জীবনের বিষন্নতা, একাকীত্ব, স্মৃতি নিয়ে লেখা অনু কবিতাগুলি পড়তে ভীষণ ভালো লাগলো। এত সুন্দর বাস্তব আবেগ মিশ্রিত কবিতাগুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এই অনু কবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর অনু কবিতাগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ সুন্দর হয়েছে৷ এখানে কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেরকম সুন্দর অনু কবিতা পড়তে পারলাম তেমনি এখানে আপনি লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দর ভাবে বজায় রেখেছেন৷