অনু-কবিতা: স্বরচিত এক গুচ্ছ অনু-কবিতা
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে আমার স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।

অনু-কবিতা ১
পাতায় পাতায় রোদ লিখে,
বৃষ্টি এসে মুছে দেয়—
আর আমি অপেক্ষায় থাকি,
নতুন সকালের জন্য।
লেখা শুরু ২
তোমার চোখে আমি খুঁজে পাই,
অন্ধকারেও আলোর রেখা—
একটি নাম না বলতেই,
হৃদয় কাঁপে একা।
অনু-কবিতা ৩
ঘড়ির কাঁটা কাটে মিনিট,
আমি গুনি প্রতিটি ক্ষণ—
যেন থেমে যায় সব,
তবুও চলে অদৃশ্য ছন্দ।
অনু-কবিতা ৪
স্বপ্ন দেখি উঁচু পাহাড়ে,
ডানা মেলে উড়ে যাই—
জাগরণে ভেঙে পড়ে,
তবু আবার শুরু চাই।
অনু-কবিতা ৫
দেয়ালের সাথে কথা বলি,
ছায়া শুধু সাড়া দেয়—
একা থাকার এই গল্প,
কেউ কি কখনো বোঝে?
এই অনু কবিতাগুলো হয়তো খুব ছোট, কিন্তু এদের প্রতিটির মধ্যে লুকিয়ে আছে একটি গল্প, একটি প্রশ্ন বা একটি নিষ্পাপ অনুভূতি। কবিতা লিখতে গেলে বড় হওয়ার দরকার নেই, দরকার শুধু মনের গভীরে ডুব দেওয়ার সাহস।এই অনু কবিতাগুলো রচনার সময় আমি অনুভব করেছি -কবিতা আসলে কোনো বিশেষণ নয়,এটি একটি ক্রিয়া,একটি শ্বাস-প্রশ্বাসের মতো প্রাকৃতিক প্রক্রিয়া।আপনিও চাইলে লিখে ফেলতে পারেন আপনার মনের কথা-একটি লাইন, দুটি লাইন,কিংবা শুধুই একটি শব্দ যা আপনাকে স্পর্শ করে গেছে।
"কবিতা হলো নিঃশব্দের ভাষা,
যে ভাষা সবাই বোঝে কিন্তু কেউ বলে না।"
আল্লাহ্ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
X-promotion
Daily Task:👇
Comment Link:👇
1.https://x.com/Moto5g638776/status/1931198589382062275?t=IoMFi74BEq5ekAHE4vyi7Q&s=19
2.https://x.com/Moto5g638776/status/1931199034649104426?t=ocrJf13sWJkoJKZjd1zauw&s=19
3.https://x.com/Moto5g638776/status/1931199375646269822?t=73WrJDssQb5sbIe0dQOApw&s=19
4.https://x.com/Moto5g638776/status/1931199678819004532?t=pssNnhkzBMcN8gK5DhcWTA&s=19
অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। এত সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো লেখায় খুব ভালো লেগেছে পড়তে। আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে খুবই ভালোবাসি। আপনি সব সময় অনেক সুন্দর অনু কবিতা লিখে থাকেন। ধন্যবাদ এগুলো শেয়ার করার জন্য।
আপনার প্রত্যেকটি অনু কবিতা ভীষণ সুন্দর এবং ছন্দময় ছিল। পড়তে ভীষণ ভালো লাগলো। বিভিন্ন টপিক নিয়ে এত সুন্দর করে কবিতা গুলি লিখেছেন যার মধ্যে আমার চার নম্বর কবিতাটি অনেক বেশি পছন্দ হয়েছে। খুব সুন্দর করে লিখেছেন আপনি প্রত্যেকটি কবিতা।
কবিতা পড়তে আমার বেশ ভালো লাগে। আর এমন সুন্দর কিছু কবিতা যদি পড়তে পারি তাহলে আরো ভালো লাগে। আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে। বেশ ভালো লাগলো পড়ে।
ছোট ছোট অনু কবিতাগুলো পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ভিন্ন ভিন্ন টফিক নিয়ে খুব সুন্দর পাঁচটি অনু কবিতা লিখেছেন। অনু কবিতার মাঝে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।