অসুস্থতার পরবর্তী সময়।

in আমার বাংলা ব্লগ3 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

৬ই আশ্বিন ১৪৩২

২০ ই সেপ্টম্বর ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

1000003322.jpg

অনেকদিন অসুস্থ থাকার পর আজ আবার লিখতে বসেছি।আসলে আমার ঘরে বাসারই চিকুনগুনিয়া হয়েছে। আর এর ব্যথা এত তীব্র যা ভাষায় প্রকাশ করা যায় না।প্রায় ১০ দিন হয়েছে তারপর ও ব্যথা কমেনি আর শরীর বেশ দুর্বল।অসুস্থ হওয়াতে আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম মায়ের কাছে,কাল হালকা ভালো লাগাতে চলে আসছি বাসায়।কিন্তু বাসায় এসে বেশ খারাপ লাগছে মায়ের বাসায় তো বাবুকে রাখার মানুষ আছে এখানে তো সারাক্ষণ আমার সাথেই।

কি রকম ব্যথা এতদিন হয়ে গেলো কিন্তু ভালো হওয়ার লক্ষন নেই। জয়েন্ট জয়েন্টে ব্যথা।ঘাড় ব্যথা পায়ে চাপ দিয়ে হাঁটতে পারি না।আমার এমন ব্যথা আর কখনই হয়নি।

এতদিন বাসায় না থাকলে যা হয় বাসার অবস্থা খুব খারাপ তার উপরে ফ্রিজের নরমালে বেশ কিছু রান্না করা সবজি ছিলো এগুলো ও ভালো নেই। ভাবলাম ফেলে দিব ফ্রিজটা ও পরিষ্কার করতে হবে।আসলে যা হাতে ধরি তাই ময়লা লাগছে আগের মত ঐভাবে কাজ ও করতে পারছি না সব জায়গায় ব্যথা।মনে হচ্ছে মাংসে অনেক আঘাত পেলে যেমন ব্যথা এমন ব্যথা আর শরীরটাও অনেক অনেক ম্যজ ম্যজ করে।

যাই হোক কাল বাসায় এসে আমার কাজের খালাকে খবর দিলাম। যা ভালো ছিলো তাই নিয়ে যেতে বললাম আর যা নষ্ট তা ফেলে দিতে বললাম।বেশ কয়েকটি হাঁড়িপাতিল ছিলো সেগুলো পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিতে বললাম আর আমি এই ফাঁকে বিছানার চাদরগুলো পরিবর্তন করে দিলাম।আসলে এতদিন ঘরে আলোবাতাস ঢুকেনি বিদায় রুমে কেমন জানি ভ্যাপসা ভ্যপসা গন্ধ লাগছে।

আসলে অসুস্থ থেকে একটু সুস্হ তা গেলেই বেশি ঝামেলা। একে তো অনেক কাজ জমে থাকে আরেকট তো এত এত কাজ দূর্বলতা নিয়ে করা বেশ কষ্ট কর।পুরোপুরি কবে যে সুস্হ হবো আল্লাহ ভালো জানেন।শুনেছি এই ব্যথা নাকি পাঁচ ছয় মাস ও থাকে।এমন হলে সামনের দিনগুলো কেমনে চলবো আমার একা হাতে সংসার।সব সামলানো আমার একার।মনে মনে ভাবছি আরো কয়েকদিন বাবার বাসায় থেকে আসলে হয়তো ভালো হতো।হাঁটতে গেলেও মনে হয় পরে যাবো যাবো এই অবস্থা। আসলে পুরোপুরো সুস্থ্যতা আল্লাহর তায়ালার অশেষ রহমত যা আমরা অসুস্থ হলেই কেবল টের পাই আবার সুস্থ হলে ভুলে যাই।

আসলে সুস্থ থাকলে আমাদের সকলেরই উচিত।প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

p>যাই হোক ,আজ এই অব্দি আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।দেখা যাক কি হয় সামনে

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ