সুস্হ্যতা মানুষের অনেক বড় নেয়ামত।

in আমার বাংলা ব্লগ20 days ago

আমি @rahimakhatun
from Bangladesh

২০ ই ভাদ্র ১৪৩২

৪ ই সেপ্টম্বর ২০২৫


এখন ষড়ঋতুর বর্ষাকাল ।

1000003322.jpg

source

প্রতিবারের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে অসুস্থতা এবং সুস্হ্যতা নিয়ে আলোচনা করি।অসুস্থতা বলে আসে না।বেশ কয়েকদিন যাবত বেশ ভালোই ছিলাম আল্লাহর রহমতে।আর মনে মনে বলছিলাম অনেক দিন যাবত অসুস্থ হই না বেশ ভালো আছি।হঠাৎ দেখি কাল থেকে নক দিয়ে পানি জরছে আর পুরো শরীর কেমন জানি ব্যাথা।চারদিকে চিকনগুনিয়া।

আমার কাজিনের একটার অবস্থা বেশ খারাপ। পুরো শরীরে পানি নেমে গিয়েছে। এতদিন নাকি হাঁটতে ই পারতো না তবে কাল থেকে একটু ভালোই।যাই হোক আসলে সুস্থ্যতা মানুষের জীবনে অনেক বড় নেয়ামত। সেটা মানুষ শুধু অসুস্থ হলেই বুঝে।

আমরা সুস্থ থাকলে এটা বুঝি না।আসলে সৃষ্টিকর্তার শোকরিয়া আমরা আদায় করি না।আমারা যখন অসুস্থ হই তখন যদি অক্সিজেন কেনা লাগে তখন অনেক টাকা লাগে আর প্রতিদিন কত কোটি কোটি টাকা অক্সিজেন আমাদের এমনেই দান করেন।

আমাদের যদি শ্বাস প্রশ্বাস জন্য অক্সিজেন কেনা লাগতো তাহলে কখনই আমরা বাঁচতে পারতাম না এত অক্সিজেন কোথায় পেতাম কিংবা কিনতেই এত টাকা পেতাম কই।এমন এমন অনেক অনেক নেয়ামত আমাদের ফ্রী ফ্রী দিয়েছে।

এখন মোবাইল খুললেই কত কত লক্ষ লক্ষ মানুষ মানুষ অসহায় অসুস্থ। তারা বাঁচার জন্য কত কত আকুতি।সেই দিন দেখলাম একটা বাচ্চা ক্যান্সারে আক্রান্ত। তার মা তার জন্য সাহায্য যাচ্ছে। বাচ্চাটাও ব্যাথায় বেশ কাতরাচ্ছে। আমরা এর চেয়ে কত কত ভালো আছি তার পরেও আমরা শোকারিয়া আদায় করি না।

আল্লাহ র আমাদের যে সুস্হ্যতা দান করেছে তা আমাদের জন্য অনেক বড় নেয়ামত।সুস্হ্য না থাকলে আরো বেশি ধন সম্পদ টাকা পয়সা থাকলেও কোন কিছু ভালো লাগে না।
দেহ ও মনের প্রশান্তি ছাড়া কোনো কাজই সঠিকভাবে করা যায় না। প্রতিদিন আমরা জেগে উঠি, খাই, হাটি, কাজ করি—এসবই আল্লাহর রহমতের ফল। অসুস্থ অবস্থায় যে কষ্ট অনুভূত হয়, তা মানুষকে সুস্থতার মূল্য উপলব্ধি করায়। তাই প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি কাজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা জরুরি। সুস্থ দেহকে কাজে লাগিয়ে ভালো কাজ করা, ইবাদত আদায় করা এবং মানুষের উপকারে আসা—এটাই প্রকৃত শোকরিয়া। আল্লাহ আমাদের সুস্থ রাখুন এবং কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দিন।

তাই এই নিয়ামতের জন্য সবসময় আল্লাহর কাছে শোকরিয়া আদায় করা জরুরি। সুস্থ দেহকে গুনাহের পথে নয়, বরং ভালো কাজে ব্যবহার করা উচিত। ইবাদতে মনোযোগ দেওয়া, নামাজ-রোজায় যত্নবান হওয়া এবং মানুষের কল্যাণে কাজ করা সুস্থতার প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ আমাদের সুস্থ রাখুন এবং নেক কাজে ব্যয় করার তৌফিক দিন।

আল্লাহ তা’আলা মানুষের জন্য অগণিত নিয়ামত দান করেছেন, আর এর মধ্যে সুস্থতা সর্বশ্রেষ্ঠ। একটি অসুস্থ দিনই মানুষকে বোঝায় সুস্থতার প্রকৃত মূল্য কতটা অপরিসীম। দেহ ও মনের শক্তি ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না।

সুস্থতা এমন এক নিয়ামত, যা ছাড়া জীবন কল্পনা করা যায় না। একজন অসুস্থ মানুষ জানে হাঁটার, শ্বাস নেওয়ার বা খাবার খাওয়ার মতো সাধারণ কাজগুলো কত বড় অনুগ্রহ। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের দায়িত্ব। সুস্থ দেহকে যদি পাপের পথে নয়, বরং ইবাদত ও কল্যাণের কাজে ব্যবহার করি, তবে সেটাই প্রকৃত শোকরিয়া হবে। আল্লাহর রহমতে সুস্থতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক—পরিবার, সমাজ ও ইবাদতের জন্য।